ভারতের মৌলিক অধিকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Fundamental Rights in India থেকে পুনর্নির্দেশিত)

ভারতের মৌলিক অধিকার ভারতের প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য, সবরকম অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের অবসান ঘটানো। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমতার আদর্শ ঘোষিত হয়েছে। প্রস্তাবনায় সমমর্যাদা ও সমান সুযোগের নীতি স্বীকৃতি পেয়েছে। এই অধিকার অনুযায়ী ভারতের রাজ্যক্ষেত্রের মধ্যে কোন ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা অথবা আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবার অধিকার অস্বীকার করবে না।

নাগরিক ও রাজনৈতিক অধিকার ভোগে সর্বজনের সুযোগ থাকবে।

ভারতের সংবিধানে তৃতীয় ভাগের ১২ থেকে ৩৫ অনুচ্ছেদের  মধ্যে মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে। ভারতের মৌলিক অধিকার মোট ৬টি (১৯৭৮ সালে ৪৪ তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার সংবিধানের মৌলিক অধিকারের অংশ থেকে  বাদ দেওয়া হয়েছে)।

মৌলিক অধিকারসমূহ[সম্পাদনা]

  1. সমতাধিকার (অনুচ্ছেদ ১৪–১৮)
  2. স্বাধীনতার অধিকার (অনুচ্ছেদ ১৯–২২)
  3. শোষণ হইতে ত্রাণের অধিকার (অনুচ্ছেদ ২৩–২৪)
  4. ধর্মস্বাধীনতার অধিকার (অনুচ্ছেদ ২৫–২৮)
  5. কৃষ্টি ও শিক্ষা বিষয়ক অধিকার (অনুচ্ছেদ ২৯–৩০)
  6. সাংবিধানিক প্রতিকারসমূহের অধিকার (অনুচ্ছেদ ৩২–৩৫)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ভারতের সংবিধান (দ্বিতীয় সংস্করণ), ১৯৮৭।
  2. ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ), ২০২২।

বহিঃসংযোগ[সম্পাদনা]