দানব রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Danava dynasty থেকে পুনর্নির্দেশিত)
প্রাগজ্যোতিষ রাজ্য

অবস্থাকিংবদন্তি
সরকাররাজতন্ত্র
ঐতিহাসিক যুগলৌহ যুগ
উত্তরসূরী
নরক রাজবংশ

দানব রাজবংশ উত্তর-পূর্ব ভারতের অসমে রাজনৈতিক শাসনের সূত্রপাত করেছিল।[১] মহীরংগ দানব এই বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তারা কিরাট মূলের লোক (বড়ো) ছিলেন। কালিকা পুরাণে এই শাসকদের উল্লেখ আছে কিন্তু কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ নেই।

কিরাট শাসকদের শেষজন ঘটকাসুরকে নরক রাজবংশের কিংবদন্তি রাজা নরকাসুর বধ করে নিজের শাসন আরম্ভ করেন।[২]

রাজাগণ[সম্পাদনা]

  • মহীরংগ (মৈরং)
  • হটকাসুর
  • শম্ভাসুর
  • রত্নসুর
  • ঘটকাসুর

পাদটিকা[সম্পাদনা]

  1. (Gait 1906, পৃ. 11)
  2. (Gait 1906, পৃ. 12)

তথ্যসূত্র[সম্পাদনা]

  • Gait, Edward A (১৯০৬), A History of Assam, Calcutta