বিষয়বস্তুতে চলুন

সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(City of Manchester Stadium থেকে পুনর্নির্দেশিত)
সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়াম
ইতিহাদ স্টেডিয়াম

উয়েফা ক্যাটেগরি ৪ স্টেডিয়াম[]
মানচিত্র
অবস্থানইতিহাদ ক্যাম্পাস ম্যানচেস্টার, ইংল্যান্ড
মালিকম্যানচেস্টার সিটি কাউন্সিল
পরিচালকম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব
নির্বাহী কর্মকর্তা৬৮
ধারণক্ষমতা৪১,০০০ – ২০০২ কমনওয়েলথ গেমস
৪৭,৮০৫ – ঘরোয়া ফুটবল[]
৪৫,৫০০ – উয়েফা নিয়ন্ত্রিত ফুটবল[]
৬০,০০০ – সঙ্গীতানুষ্ঠান
উপস্থিতির রেকর্ড৪৭,৪৩৫ (ম্যানচেস্টার সিটিকিউপিআর, ১৩ মে ২০১২)
আয়তন১০৫ বাই ৬৮ মিটার (১১৫ বাই ৭৪ গজ)[]
উপরিভাগডেসো গ্র্যাসমাস্টার
নির্মাণ
কপর্দকহীন মাঠ১৯৯৯
চালু২৫ জুলাই ২০০২ (অ্যাথলেটিক স্টেডিয়াম হিসেবে)
১০ আগস্ট ২০০৩ (ফুটবল স্টেডিয়াম হিসেবে)
সম্প্রসারণ২০০২–২০০৩
নির্মাণ ব্যয়£১১২ মিলিয়ন (প্রাথমিক ক্রীড়া স্টেডিয়াম)[]
£২২ মিলিয়ন (ফুটবলের জন্য রূপান্তর)[]
£২০ মিলিয়ন (ফুটবল স্টেডিয়াম সরবরাহ)[]
স্থপতিঅ্যারাপস্পোর্ট (স্টেডিয়ামের নকশা)
কেএসএস ডিজাইন গ্রুপ (অভ্যন্তরীণ সরবরাহকারী)
[পপুলাস (স্টেডিয়ামের সম্প্রসারণ)
কাঠামোগত প্রকৌশলীঅ্যারাপ অ্যাসোসিয়েটস
মূল ঠিকাদারলেইং কন্সট্রাকশন লিমিটেড (প্রাথমিক নির্মাণকাজ)
লেইং ও'রুর্ক (স্টেডিয়াম রূপান্তর)
ওয়াটসন স্টিল লিমিটেড (ইস্পাতের কাজ)
ভাড়াটে
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব (২৫০ বছরের ইজারা)

আয়োজিত প্রধান খেলার আসর
২০০২ কমনওয়েলথ গেমস
২০০৫ উয়েফা মহিলা চ্যাম্পিয়নশিপ
২০০৮ উয়েফা কাপ ফাইনাল

সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়াম (যা সাধারনত “ইতিহাদ স্টেডিয়াম” নামে পরিচিত) একটি ক্রীড়া ভেন্যু যার অবস্থান ইংল্যান্ডের ম্যানচেস্টারে। মূলত এটির নকশা তৈরি হয় ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজক হওয়ার বিডকে লক্ষ্য করে (যা ব্যর্থতায় পর্যবসিত হয়), স্টেডিয়াম তৈরি হয় ২০০২ কমনওয়েলথ গেমসের জন্য। ১১০ মিলিয়ন পাউণ্ডে নির্মিত স্টেডিয়ামটিকে গেমসের শেষে একটি ফুটবল মাঠে পরিণত করা হয় যা ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে পরিণত হয়েছে। ক্লাবটি তাদের প্রাক্তন হোম গ্রাউণ্ড মাইন রোড থেকে ২০০৩ সালে স্টেডিয়ামটিতে প্রত্যাবর্তন করে ২৫০ বছরের জন্য লিজ নেওয়ার মাধ্যমে।

স্টেডিয়ামটি একটি বাটি বা বোল আকৃতির। ২৩ জুন ২০০৭ পর্যন্ত এটি এফ এ প্রিমিয়ার লিগের পঞ্চম বৃহত্তম স্টেডিয়াম ও যুক্তরাজ্যের দশম বৃহত্তম স্টেডিয়াম যা দর্শক ধারণক্ষমতা ৪৭,৭২৬ জন। ৪ অক্টোবর ২০০৬ সালে ঘোষণা দেওয়া হয় যে স্টেডিয়ামটি ২০০৮ সালের উয়েফা কাপ ফাইনাল আয়োজন করবে।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়ামটি ম্যানচেস্টার শহরের কেন্দ্রের পূর্বে অবস্থিত। স্টেডিয়াম সাইটটিতে ২০০০টি পার্কিং স্পেসসহ আশেপাশের এলাকায় ৮০০০ টি স্থান রয়েছে। নিকটবর্তী রেলওয়ে স্টেশনটি হল এশবারিজ, যা স্টেডিয়ামটির দক্ষিণ দিক থেকে ১৫ মিনিটের হাঁটার পথ, অবশ্য স্টেডিয়ামটির ছোট আকৃতির জন্য এর সুযোগসুবিধার পরিমাণ সীমাবদ্ধ। এছাড়াও খেলা চলার সময় বেশকিছু বাস চলাচল করে থাকে।

মেট্রোলিংক ট্রামের একটি যাত্রীছাউনী স্টেডিয়াম এলাকায় করার ঘোষণা দেয়া হলেও সরকারের পূণর্বিবেচনার পর তা ২০০৪ সালের জুলাই থেকে তা স্থগিত করা হয়। ২০০৬ সালে এই বর্ধিতকরণ বৃদ্ধি করা হয়, ফলে ২০০৮-২০১০ সালের মধ্যে স্টেডিয়ামটির নিজস্ব মেট্রোলিংক স্টেশন থাকবে।

তত্থসূত্র

[সম্পাদনা]
  1. "Stadium" (পিডিএফ)উয়েফা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; naming rights নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; max capacity নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. Smith, Rory (১৩ সেপ্টেম্বর ২০১১)। "Champions League: Manchester City's Roberto Mancini urges caution ahead of momentous match against Napoli"দ্য টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১২ 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; stadium stats নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

[সম্পাদনা]