বিষয়বস্তুতে চলুন

যৌনপল্লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Brothel থেকে পুনর্নির্দেশিত)
জোয়াকিম বেউক্লেয়ার, পতিতালয়, ১৫৬২

যৌনপল্লি (গণিকালয়, বেশ্যালয়, খানকিপাড়া, পতিতাপল্লি বা পতিতালয় নামেও পরিচিত), হলো পেশাদার যৌনকর্ম পরিচালনার উদ্যেশ্যে ব্যবহৃত কোন বাড়ী, স্থান বা স্থাপনা কিংবা কোন পল্লি। এটি এমন একটি জায়গা যেখানে মানুষ টাকার বিনিময়ে কোনো যৌনকর্মীর সাথে যৌন সঙ্গমের উদ্দেশ্যে আসে।[] অন্ন সংস্থানের জন্য টাকার বিনিময়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায় অন্যকে যৌনতৃপ্তি যারা দেয় তাদেরকে আমরা যৌনকর্মী বলে থাকি। সাধারণত যে স্থানে যৌনর্মীদের অবস্থান সে স্থানকেই যৌনপল্লি বলা হয়। প্রত্যেক যৌনকর্মীকেই কোন না কোন সর্দারনী বা বাড়িওয়ালীর তত্বাবধানে থাকতে হয়। এসব সর্দারনীর দায়িত্বে ৫ থেকে ৫০ জন করে যৌনকর্মী থাকে। অনেক দেশের আইনে যৌনপল্লি বৈধ আবার অনেক দেশের আইনে এটি অবৈধ বা নিয়ন্ত্রিত। যেখানে পেশাদার যৌনকর্ম বা যৌনপল্লি নিষিদ্ধ সেখানে বিভিন্ন ব্যবসা যেমন ম্যাসেজ পার্লার, বার ইত্যাদির আড়ালে পেশাদার যৌনকর্ম চলে।

বিস্তার

[সম্পাদনা]

এক সময় পতিতাবৃত্তি কেবল পতিতালয়ে আবদ্ধ ছিল। ফলে সে সময় পতিতাদের সংখ্যা নিরূপণ করা সহজ ছিল। বর্তমানে ভাসমান বা অনিবন্ধিত বা খণ্ডকালীন দেহব্যবসায়ীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কিছু এনজিওর হিসাবে মতে ২০০৮ সালে পতিতার সংখ্যা ছিল প্রায় ১ লাখ।[] ২০১৬ সালে ইউএনএইডস এর হিসাবে এই সংখ্যাটি দাঁড়ায় ১ লক্ষ ৪০ হাজারে।[]

বাংলাদেশের বিভিন্ন স্থানে পতিতালয় আছে। এর মধ্যে দৌলতদিয়া পতিতালয় বৃহত্তম। এটি পৃথিবীর বড় কয়েকটি পতিতালয়ের মধ্যে একটি।[][][] বেশিরভাগ মেয়েদেরকে তাদের নিজের ইচ্ছার বিরুদ্ধে পতিতালয়ে কাজ করতে হয়। কারণ এই অন্ধকার জগত থেকে বেশিরভাগ মেয়ে বের হতে চাইলেও তারা বের হতে পারে না।

বাংলাদেশের পতিতালয়

[সম্পাদনা]

সরকারী অনুমোদনে পরিচালিত বাংলাদেশের কিছু বিখ্যাত পতিতালয় হলোঃ

  1. দৌলতদিয়া পতিতালয়
  2. কান্দাপাড়া পতিতালয়
  3. টানবাজার পতিতালয়
  4. গাঙ্গিনাপাড় পতিতালয়
  5. রথখোলা পতিতালয়
  6. সন্ধ্যাবাজার পতিতালয়

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. [১] ওয়েবে পতিতালয়ের সংজ্ঞা
  2. "2008 Human Rights Report: Bangladesh"। State.gov। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১০ 
  3. "Sex workers: Population size estimate - Number, 2016"www.aidsinfoonline.org। UNAIDS। ৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৮ 
  4. Claudia Hammond (৯ জানুয়ারি ২০০৮)। "'I'm just here for survival'"The Guardian। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  5. Christine Jackman (২৬ অক্টোবর ২০১৩)। "Daughters of the brothel"Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  6. Tania Rashid (৪ ফেব্রুয়ারি ২০১৪)। "Sex, Slavery, and Drugs in Bangladesh"Vice News। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "পতিতালয়ের ভিতরে"—তিনটি পতিতালয়ের মালিকদের সাথে রিচার্ড ফিদলারের সাক্ষাৎকার, জুন, ২০০৬ সালে, এবিসি লোকাল রেডিওতে প্রচারিত। (অডিও ডাউনলোড উপলব্ধ)