তীব্র অগ্ন্যাশয় প্রদাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Acute pancreatitis থেকে পুনর্নির্দেশিত)
তীব্র অগ্ন্যাশয় প্রদাহ
প্রতিশব্দAcute pancreatic necrosis[১]
অগ্ন্যাশয়
বিশেষত্বপাকান্ত্রবিজ্ঞান , সাধারণ শল্যচিকিৎসা
কারণটাইপ-২ ডায়াবেটিস
3D Medical Animation still shot of Acute Pancreatitis
ত্রিমাত্রিক মেডিকেল অ্যানিমেশনে তীব্র অগ্ন্যাশয় প্রদাহ

তীব্র অগ্ন্যাশয় প্রদাহ (এপি) হলো অগ্ন্যাশয় এর তীব্র প্রদাহ। এর কারণগুলোর মধ্যে রয়েছে: ১) অগ্ন্যাশয় নালীতে যুক্ত হয় এমন পয়েন্টের বাইরে সাধারণ পিত্ত নালীতে পিত্তপাথুরী হওয়া; ২) অ্যালকোহল ব্যবহার ; ৩) সিস্টেমিক রোগ ; ৪) ট্রমা ; ৫) এবং, নবজাতকদের মাম্প্‌স। তীব্র অগ্ন্যাশয় প্রদাহ এককালীন রোগ অথবা বারবার হতে পারে। এমনকি এটি দীর্ঘস্থায়ী অগ্ন্যাশয়ের প্রদাহে অগ্রসর হতে পারে।

কিছু কিছু ক্ষেত্রে রক্ষণশীল ব্যবস্থায় সফলভাবে তীব্র অগ্ন্যাশয় প্রদাহের চিকিৎসা করা সম্ভব। এর মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি, ব্যথা নিয়ন্ত্রণ, মুখ দ্বারা কিছু গ্রহণ না করা, শিরায় পুষ্টি সরবরাহ, এবং শিরায় তরল রিহাইড্রেশন। গুরুতর ক্ষেত্রে প্রায়শই রোগের জটিলতা পর্যবেক্ষণ এবং পরিচালনা করার জন্য আইসিইউতে ভর্তি হতে হয়। তবে অবস্থা জটিল হলে সর্বোত্তম ব্যবস্থাপনার পরও রোগীর মৃত্যু হতে পারে।

লক্ষণ ও উপসর্গ[সম্পাদনা]

সাধারণ[সম্পাদনা]

অচল[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sommermeyer L (ডিসেম্বর ১৯৩৫)। "Acute Pancreatitis"American Journal of Nursing35 (12): 1157–1161। জেস্টোর 3412015ডিওআই:10.2307/3412015 

বহিঃসংযোগ[সম্পাদনা]

শ্রেণীবিন্যাস