বিষয়বস্তুতে চলুন

কোবরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা KanikBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:২১, ২৭ এপ্রিল ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (পুনর্নির্দেশিত বিষয়শ্রেণী:ধরণ অনুযায়ী সাপ সরিয়ে বিষয়শ্রেণী:ধরন অনুযায়ী সাপ স্থাপন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ভারতীয় কোবরা

কোবরা শব্দটি পর্তুগিজ, যেটি সাপকে বোঝানো হয়। এটি এলাপিডি পরিবারের, সাধারণত নাজা গণের বিষধর অনেক সাপ যাদের ফণা থাকে, যেমন গোখরা, কেউটে, মিশরীয় কোবরা, চীনা কোবরা ইত্যাদি। জীববিদ্যাগতভাবে কোবরা নয় কিন্তু ইংরাজি নামের মধ্যে কোবরা এসে গেছে এমন কিছু সাপ আছে যেমন কিং কোবরা বা শঙ্খচূড়

তথ্যসূত্র