বিষয়বস্তুতে চলুন

ভট্টদেব বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ২৬°৩০′১২″ উত্তর ৯১°১১′৬″ পূর্ব / ২৬.৫০৩৩৩° উত্তর ৯১.১৮৫০০° পূর্ব / 26.50333; 91.18500
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা আফতাব বট (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:২৩, ২১ মার্চ ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (সংশোধন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ভট্টদেব বিশ্ববিদ্যালয়
বাংলায় নীতিবাক্য
জ্ঞান এমন একটি জিনিস যা মুক্ত করে
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৯ (৫ বছর আগে) (2019)
আচার্যআসামের রাজ্যপাল
উপাচার্যবিরঞ্চি কুমার দাস
অবস্থান,
২৬°৩০′১২″ উত্তর ৯১°১১′৬″ পূর্ব / ২৬.৫০৩৩৩° উত্তর ৯১.১৮৫০০° পূর্ব / 26.50333; 91.18500
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.bhattadevuniversity.ac.in
মানচিত্র

ভট্টদেব বিশ্ববিদ্যালয় আসামের বাজালি জেলার পাঠশালায় অবস্থিত একটি পাবলিক স্টেট ইউনিভার্সিটি যা ভট্টদেব বিশ্ববিদ্যালয় আইন-২০১৭ দ্বারা প্রতিষ্ঠিত হয় আইনটি আসামের রাজ্যপাল ৭ই সেপ্টেম্বর ২০১৭ সালে পাস করেছিলেন। এটি বাজালি জেলার পাঠশালার বাজালি কলেজকে উন্নতি করে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি শ্রী শ্রী ভট্টদেবের নামে নামকরণ করা হয়েছে।[] ভট্টদেব বিশ্ববিদ্যালয় ইউজিসির স্বীকৃতি প্রাপ্ত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ইউজিসির আইন ১৯৫৬ এর ধারা ২২ এর অধীনে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি কর্তৃক নির্ধারিত ডিগ্রি প্রদানের ক্ষমতা তার নিজস্ব বিভাগ, সংবিধিবদ্ধ কলেজ এবং অধিভুক্ত কলেজের মাধ্যমে নিয়মিত পাঠদান পদ্ধতি সংশ্লিষ্ট বিধিবদ্ধ সংস্থার অনুমোদন পায়।[] ২০১৯ সালের ২৫ জুন প্রফেসর বিরঞ্চি কুমার দাসভট্টদেব বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[]

তথ্যসূত্র

  1. (Sarma 1987, পৃ. 480)
  2. "Assam house passes bills to set up universities"। India Today। 
  3. "Dr Birinchi Kumar Das officially appointed as First VC of Bhattadev University in Bajali"। The Sentinel।