৩০-এর দশক
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
সহস্রাব্দ: | ১ম সহস্রাব্দ |
শতাব্দীর: | খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী – ১ম শতাব্দী – ২য় শতাব্দী |
দশক: | ০-এর দশক ১০-এর দশক ২০-এর দশক ৩০-এর দশক – ৪০-এর দশক ৫০-এর দশক ৬০-এর দশক |
বছর: | ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ |
বিষয়শ্রেণী: | জন্ম – মৃত্যু – স্থাপত্য প্রতিষ্ঠিত |
এটি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ৩০-এর দশক। এটি শুরু হয়েছে ১লা জানুয়ারি, ৩০ থেকে এবং শেষ হয়েছে ৩১ ডিসেম্বর, ৩৯ তারিখে।
ঘটনা[সম্পাদনা]
৩০
৩১[সম্পাদনা]
স্থান অনুসারে[সম্পাদনা]
রোমান সাম্রাজ্য[সম্পাদনা]
- লুসিয়াস এলিয়াস সেজানুসকে সম্রাট টাইবেরিয়াসের সহকারী কনসাল করা হয়। যদিও টাইবেরিয়াস, সেজানুসের বিশ্বাসঘাতকতা সর্ম্পকে জানার পর তাকে গ্রেপ্তার করান এবং মৃত্যুদন্ড দেন ।
- এপ্রিল ৬, (গুড ফ্রাইডে) – যীশুর ক্রুশকাঠে মৃত্যু (একজনের তারিখ নির্ঘণ্ট অনুযায়ী)
- নাভিয়াস সুতোরিয়াস ম্যাক্রো, সেজানুসের মৃত্যুর পর রোমান সম্রাটের ম্যাজিসট্রেটের সমপদমর্যাদাসম্পন্ন রাজকীয় অভিজাত দেহরক্ষী বাহিনীর প্রধান হন ।
- টাইবেরিয়াস ক্র্যাপ্রি (ইটালির দ্বীপ) থেকে রোমে ফিরে আসেন ।[তথ্যসূত্র প্রয়োজন]
৩২[সম্পাদনা]
স্থান অনুসারে[সম্পাদনা]
রোমান সাম্রাজ্য[সম্পাদনা]
বিষয় অনুসারে[সম্পাদনা]
ধর্ম[সম্পাদনা]
- ফিলো কর্তৃক খ্রীষ্টান বাইবেলের প্রথম অংশের (ওল্ড টেস্টামেন্ট বা সংক্ষেপে ও,টি) সাংকেতিক ব্যাখা প্রদান (রূপক বর্ননা) ।
৩৩[সম্পাদনা]
তারিখ অনুসারে[সম্পাদনা]
- এপ্রিল ১, ইতিহাসবেত্তাদের হিসেব অনুযায়ী, নাজারেত যীশুর শেষ নৈশভোজ সংঘটিত হয়। [১][২]
বিষয় অনুসারে[সম্পাদনা]
রোমান সাম্রাজ্য[সম্পাদনা]
- সার্ভিয়াস সুলপিসিয়াস গালবা রোমান সম্রাট । [৩]
- সম্রাট টাইবেরিয়াস রোমে ক্রেডিট ব্যাংক খুজেঁ পান । [৪]
- দূর্বল আর্থিক নীতি বেছে নেয়ার কারনে, আর্থিক সংকট রোমকে বড় একটা ধাক্কা দেয় । জমির দাম অত্যন্ত দ্রুত গতিতে নেমে যেতে থাকে, ঋণ বাড়তে থাকে । এসব কারনে অর্থাভাব দেখা দেয়, মানুষের বিশ্বাসের সংকট দেখা দেয় এবং জমি নিয়ে ফটকা কারবারের পরিমান বাড়তে থাকে । প্রাথমিকভাবে এর শিকার হন সেনেটর, নাইটস্ এবং ধনী সম্রদায় । এতে অনেক অভিজাত পরিবার ধ্বংস হয়ে যায় ।
চীন[সম্পাদনা]
- পেছনে ওয়াং ম্যাং এর অবৈধ দখল ও চায়মের বিদ্রোহ থাকা সত্ত্বেয়, সম্রাট গুয়াংউ এর সামনে সিচুয়ান প্রদেশে গঙ্গসুন শু’র বিদ্রোহ হ্যান রাজবংশের জন্য এক নতুন হুমকি হয়ে দাড়াঁয়। গঙ্গসুনের নৈৗবাহিনী হ্যান সেনাপ্রধান স্যান পেং এর কাছে ব্যার্থ হবার পর তার অবস্থান শক্তিশালী করার জন্য পুরা ইয়াংসে নদী জুড়ে ভাসমান থামসহ বিশাল এক পন্টুন সেতু দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করেন । তিনি নদীর উভয় তীরে দুর্গ গড়ে তোলেন যেন মিসাইল ছুড়ে গুরু গম্ভীর আওয়াজ তোলা যায় এবং তার প্রতিবন্ধককে রক্ষা করা যায়। স্যান পেং এই প্রতিবন্ধকতা ভেদ করতে ব্যার্থ হওয়ায় তিনি শক্তিশালী সুরক্ষাসহ কতগুলি প্রতিরক্ষা সরঞ্জাম ভর্তি “দূর্গ জাহাজ” তৈরী করেন যেগুলো “সংঘর্ষকারী সুইপার্স” নামে পরিচিতি পায়। এগুলো দিয়ে স্যান, গঙ্গসুনের প্রতিরক্ষা বূহ্য ভেদ করতে সক্ষম হন এবং তার বিদ্রোহ দমন করতে সক্ষম হন। তিন বছর পর গঙ্গসুন শু সর্ম্পূন ভাবে পরাস্ত হন।
৩৪[সম্পাদনা]
স্থান অনুসারে[সম্পাদনা]
রোমান সাম্রাজ্য[সম্পাদনা]
- পল্লাস ফ্যাবিয়াস পারসিকাস এবং লুসিয়াস ভিটেলিয়াস রোমান কলসাল নিযুক্ত হন।
- নিমস নামক জায়গায় শেষ হওয়া ৫০ কিলোমিটার দীর্ঘ পওঁ দু গাএহ্ নামের সেতু সহ কৃত্রিম নালা তৈরী (আনুমানিক সময় প্রথম শতাব্দী এডি)।
- নাভিয়াস সুতোরিয়াস ম্যাক্রো তার স্ত্রী এনিয়া থ্র্যাসিলাকে ক্যালিগুলার কাছে পতিতাবৃত্তিতে নিযু্ুুক্তির মাধ্যমে রোমান সম্রাটের কৃপা লাভ করে।
- শৌল অব তারসাস,দামেস্ক যাত্রা পথে,খ্রীষ্টধর্মে, দীক্ষিত হন এবং যিশু খ্রীষ্টের শিষ্য হিসাবে স্বীকৃতি পান।
- পল দ্য এ্যাপসটল এবং বার্ণাবাস অইহুদীদের কাছ যিশুর বাণী প্রচার করতে শুরু করেন।
- আরমেনিয়াতে রোমানদের হস্তক্ষেপ। (খ্রীষ্টপূর্ব ৩৪–৩৭)।
ইউরোপ[সম্পাদনা]
- ডাসিয়া আদিবাসীরা ইয়াজিজেসের সারমাতিয়ানগোত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে যারা তাদের ক্রীতদাস করে রেখেছিল।
৩৫[সম্পাদনা]
এলাকা অনুসারে[সম্পাদনা]
বিষয় অনুসারে[সম্পাদনা]
৩৬[সম্পাদনা]
এলাকা অনুসারে[সম্পাদনা]
বিষয় অনুসারে[সম্পাদনা]
৩৭[সম্পাদনা]
এলাকা অনুসারে[সম্পাদনা]
বিষয় অনুসারে[সম্পাদনা]
৩৮[সম্পাদনা]
এলাকা অনুসারে[সম্পাদনা]
বিষয় অনুসারে[সম্পাদনা]
৩৯[সম্পাদনা]
এলাকা অনুসারে[সম্পাদনা]
বিষয় অনুসারে[সম্পাদনা]
- ↑ হামফ্রে, জে, কলিন্স (২০১১)। দি মিষ্ট্রি অব লাষ্ট সাপার publisher=ক্যামব্রিজ ইউনির্ভাসিটি প্রেস। পৃষ্ঠা ৭৭ এবং ১৮৯। আইএসবিএন 978-0521732000।
- ↑ "Last Supper 'was on a Wednesday'"। এপ্রিল ১৮, ২০১১ – www.bbc.com-এর মাধ্যমে।
- ↑ বুনসন, ম্যাথিউ (২০০২)। এনসাইক্লোপিডিয়া অব রোমান এ্যাম্পায়ার (দ্বিতীয় সংস্করণ)। ইনফোবেজ পাবলিশিং। পৃষ্ঠা ২২৬। আইএসবিএন 978-0-8160-4562-4।
- ↑ হ্যারিস, ডাব্লিউ, ভি, (২০১১)। রোমস ইম্পেরিয়াল ইকোনমি: টুয়েলভ এসেস্। অক্সফোর্ড ইউনির্ভাসিটি প্রেস। পৃষ্ঠা ২৩৮। আইএসবিএন 978-0-19-959516-7।