বিষয়বস্তুতে চলুন

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাস্কেটবল – মহিলাদের টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রতিযোগিতা
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশফ্রান্স
শহরপ্যারিস
তারিখ২৮ জুলাই – ১১ আগস্ট[]
দল১২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ২ (১টি আয়োজক শহরে)
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র (১০ম শিরোপা)
রানার-আপ ফ্রান্স
তৃতীয় স্থান অস্ট্রেলিয়া
প্রতিযোগিতার পরিসংখ্যান
শীর্ষ গোলদাতাবেলজিয়াম এমা মিজেম্যান ( গোল)
সেরা খেলোয়াড়মার্কিন যুক্তরাষ্ট্র আয়া উইলসন

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাস্কেটবল ইভেন্টের মহিলাদের ৫x৫ বাস্কেটবল টুর্নামেন্ট ফ্রান্সের প্যারিস শহরে, ২৮ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচগুলি পিয়ের মরোঁ স্টেডিয়ামঅ্যাকোর এরিনাতে খেলা হবে।[][]

ফরম্যাট

[সম্পাদনা]

বারোটি দলকে চারটি দলের তিনটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপের মধ্যে একটি করে রাউন্ড-রবিন অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে যায় এবং পাশাপাশি দুটি সেরা তৃতীয় স্থান অধিকার করে। প্রাথমিক রাউন্ডের পরে, দলগুলিকে তাদের ফলাফল অনুসারে গ্রুপ করা হবে এবং কোয়ার্টার ফাইনালের জন্য গ্রুপগুলির মধ্যে একটি ড্র জোড়া দল হবে। ড্রয়ের জন্য দলগুলিকে চারটি পটে বাছাই করা হবে, যার মধ্যে শীর্ষ দুই-র্যাঙ্কযুক্ত দল (পট ডি), ৩য়-৪র্থ র‌্যাঙ্কড দল (পট ই), ৫-৬ তম র‌্যাঙ্কড দল (পট এফ) এবং ৭-৮ম র‌্যাঙ্কড দল (পট জি)। পট ডি-এর দলগুলি পট জি-এর একটি দলের মুখোমুখি হয় এবং পট ই-এর দলগুলি পট এফ-এর একটি দল৷ একই গ্রুপের দলগুলি আবার একে অপরের মুখোমুখি হতে পারে না৷ পট ডি থেকে উভয় দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে, তারা একে অপরের বিরুদ্ধে খেলতে পারবে না।[]

উত্তীর্ণ দল

[সম্পাদনা]
উত্তীর্ণ হওয়ার মাধ্যম[] তারিখ ভেন্যু কোটা উত্তীর্ণ দল
আয়োজক দেশ  ফ্রান্স
২০২২ ফিবা মহিলা বাস্কেটবল বিশ্বকাপ ২২ সেপ্টেম্বর – ১ অক্টোবর ২০২২ অস্ট্রেলিয়া সিডনি  মার্কিন যুক্তরাষ্ট্র
২০২৪ ফিবা মহিলা অলিম্পিক বাছাইপর্ব ৮–১১ ফেব্রুয়ারি ২০২৪ চীন শিআন  চীন
 পুয়ের্তো রিকো
বেলজিয়াম অ্যান্টওয়ার্প  বেলজিয়াম
 নাইজেরিয়া
ব্রাজিল বেলেঁ  অস্ট্রেলিয়া
 জার্মানি
 সার্বিয়া
হাঙ্গেরি সোপরোন  জাপান
 স্পেন
 কানাডা
মোট ১২

রেফারি

[সম্পাদনা]

পরিচালনার জন্য নিম্নলিখিত ৩০ জন রেফারির নাম ঘোষণা করা হয়:[]

  • আর্জেন্টিনা হুয়ান ফার্নান্ডেজ
  • অস্ট্রেলিয়া জেমস বয়ার
  • বসনিয়া ও হার্জেগোভিনা আদেমির জুরাপভিচ
  • কানাডা ম্যাথিউ কালিও
  • কানাডা মারিপিয়ে মালো
  • ক্রোয়েশিয়া মার্টিন ভুলিচ
  • ডেনমার্ক ম্যাজ ফর্সবার্গ
  • ইকুয়েডর কার্লোস পেরালতা
  • ফ্রান্স ইয়োহান রসো
  • হাঙ্গেরি পিটার প্রাখ
  • জাপান তাকাকি কাতো
  • কাজাখস্তান ইয়েভজেনি মিখেইয়েভ
  • লাতভিয়া মার্টিন্স কজলভস্কিস
  • লাতভিয়া গাতিস সালিন্স
  • লেবানন রাবাহ নুজাইম
  • মাদাগাস্কার ইয়ান ডেভিডসন
  • মেক্সিকো ওমর বারমুডেজ
  • নরওয়ে ভায়োলা জিওর্জি
  • পানামা জুলিও আনায়া
  • পোল্যান্ড ওজচেক লিসকা
  • পুয়ের্তো রিকো জনি বাতিস্তা
  • পুয়ের্তো রিকো রবার্ট ভাজকুয়েজ
  • স্লোভেনিয়া বোরিস ক্রেজিচ
  • স্পেন লুইস কাস্তিলো
  • স্পেন আরিয়াদনা চুয়েকা
  • স্পেন আন্তোনিও কোনদে
  • উরুগুয়ে আন্দ্রেস বারটেল
  • মার্কিন যুক্তরাষ্ট্র অ্যামি বোনার
  • মার্কিন যুক্তরাষ্ট্র ব্লাঙ্কা বার্নস
  • মার্কিন যুক্তরাষ্ট্র জেনা রেনিউ

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন ২২৩ ২১৩ +১০ কোয়ার্টার-ফাইনাল
 সার্বিয়া ২০১ ১৮৪ +১৭
 চীন ২২৮ ২২৯ −১ সম্ভাব্য কোয়ার্টার-ফাইনাল
 পুয়ের্তো রিকো ১৭৫ ২০১ −২৬
উৎস: ফিবা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) ক্লাসিফিকেশন পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) হেড-টু-হেড পয়েন্ট পার্থক্য; ৪) হেড-টু-হেড গেম পয়েন্ট।

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফ্রান্স (H) ২২২ ১৮৭ +৩৫ [] কোয়ার্টার-ফাইনাল
 অস্ট্রেলিয়া ২১১ ২১২ −১ []
 নাইজেরিয়া (Q) ২০৮ ২০৭ +১ [] সম্ভাব্য কোয়ার্টার-ফাইনাল
 কানাডা ১৮৯ ২২৪ −৩৫
উৎস: ফিবা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) ক্লাসিফিকেশন পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) হেড-টু-হেড পয়েন্ট পার্থক্য; ৪) হেড-টু-হেড গেম পয়েন্ট।
(H) স্বাগতিক; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্ট পার্থক্য: ফ্রান্স +১৪; অস্ট্রেলিয়া −৬; নাইজেরিয়া −৮।

গ্রুপ সি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মার্কিন যুক্তরাষ্ট্র ২৭৬ ২১৮ +৫৮ কোয়ার্টার-ফাইনাল
 জার্মানি ২২৬ ২২০ +৬
 বেলজিয়াম (Q) ২২৮ ২২৮ সম্ভাব্য কোয়ার্টার-ফাইনাল
 জাপান ১৯৮ ২৬২ −৬৪
উৎস: ফিবা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) ক্লাসিফিকেশন পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) হেড-টু-হেড পয়েন্ট পার্থক্য; ৪) হেড-টু-হেড গেম পয়েন্ট।
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।

নক-আউট পর্ব

[সম্পাদনা]
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৭ আগস্ট
 
 
 জার্মানি৭১
 
৯ আগস্ট
 
 ফ্রান্স৮৪
 
 ফ্রান্স (অ.স.প.)৮১
 
৭ আগস্ট
 
 বেলজিয়াম৭৫
 
 স্পেন৬৬
 
১১ আগস্ট
 
 বেলজিয়াম৮৯
 
 ফ্রান্স৬৬
 
৭ আগস্ট
 
 মার্কিন যুক্তরাষ্ট্র৬৭
 
 মার্কিন যুক্তরাষ্ট্র৮৮
 
৯ আগস্ট
 
 নাইজেরিয়া৭৪
 
 মার্কিন যুক্তরাষ্ট্র৮৫
 
৭ আগস্ট
 
 অস্ট্রেলিয়া৬৪ ব্রোঞ্জপদক ম্যাচ
 
 সার্বিয়া৬৭
 
১১ আগস্ট
 
 অস্ট্রেলিয়া৮৫
 
 বেলজিয়াম৮১
 
 
 অস্ট্রেলিয়া৮৫
 

চূড়ান্ত অবস্থান

[সম্পাদনা]
অব দল অব দল
১  মার্কিন যুক্তরাষ্ট্র  জার্মানি
২  ফ্রান্স (আ)  নাইজেরিয়া
৩  অস্ট্রেলিয়া  চীন
 বেলজিয়াম ১০  পুয়ের্তো রিকো
 স্পেন ১১  কানাডা
 সার্বিয়া ১২  জাপান
  • (আ) = আয়োজক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Final schedule of Olympic Basketball Tournaments Paris 2024 confirmed"fiba.basketball। Fédération Internationale de Basketball। ২৬ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪ 
  2. "Paris 2024 proposes preliminary Olympic basketball games in Lille"NBC Olympics। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২ 
  3. Depasse, Guillaume (১৮ আগস্ট ২০২২)। "How to qualify for basketball at Paris 2024. The Olympics qualification system explained"International Olympic Committee। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২ 
  4. "The road to Gold: Men's Olympic Basketball Tournament's competition system"। fiba.basketball। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪ 
  5. "FIBA Women's National Team Competition System – Qualification for Olympic Games"FIBA। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২ 
  6. "FIBA confirms list of referees for Paris 2024"fiba.basketball। Fédération Internationale de Basketball। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]