২০২৩ উগান্ডা পুরুষ ক্রিকেট দলের নামিবিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ উগান্ডা পুরুষ ক্রিকেট দলের নামিবিয়া সফর
 
  নামিবিয়া উগান্ডা
অধিনায়ক খেরহার্ট এরাসমাস ব্রায়ান মাসাবা

উগান্ডা পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুলাই মাসে চারটি ২০ ওভারের ম্যাচ খেলার জন্য নামিবিয়া সফর করে।[১][২] সিরিজের সব ম্যাচ ভিন্টহুকের ইউনাইটেড মাঠে অনুষ্ঠিত হয়।[৩] সিরিজটি উভয় দলের জন্য ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪] ২০ ওভারের সিরিজের পর উভয় দল দুটি অনানুষ্ঠানিক একদিনের ম্যাচেও অংশগ্রহণ করে।[৫]

সিরিজের প্রতিটি ম্যাচে জয়ী হয় নামিবিয়া।

দলীয় সদস্য[সম্পাদনা]

 নামিবিয়া[৬]  উগান্ডা[৭]
  • ব্রায়ান মাসাবা (অধি.)
  • অল্পেশ রামজানি
  • কেনেথ ওয়াইসোয়া
  • চার্লস ওয়াইসোয়া
  • জুমা মিয়াগি
  • জোসেফ বাগুমা
  • দিনেশ মগন নাকরানি
  • পায়াস ওলোকা
  • প্যাসকাল মুরুংগি
  • ফ্রেড আচেলাম (উই.)
  • ফ্র্যাংক ন্সুবুগা
  • বিলাল হাসান
  • রবিনসন ওবুইয়া
  • রিয়াজত আলি শাহ
  • রোনাল্ড লুতায়া
  • সাইমন সেসাজি (উই.)
  • সাইরাস কাকুরু (উই.)
  • হেনরি সেনিয়োন্দো

সিরিজের প্রথম ম্যাচের পর রিয়াজত আলি শাহ, সাইমন সেসাজি ও হেনরি সেনিয়োন্দোর পরিবর্তে উগান্ডা দলে পায়াস ওলোকা ও ফ্রেড আচেলামকে অন্তর্ভুক্ত করা হয়।[৮] জুমা মিয়াগিও চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে উগান্ডা দলে জোসেফ বাগুমাকে যোগ করা হয়।[৯] সিরিজের দ্বিতীয় ম্যাচের পর উগান্ডা দলে চার্লস ওয়াইসোয়াকে যোগ করা হয়।[১০]

২০ ওভারের ম্যাচের সিরিজ[সম্পাদনা]

১ম ২০ ওভারের ম্যাচ[সম্পাদনা]

৫ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৯১/৬ (২০ ওভার)
 উগান্ডা
১৬৫/৪ (২০ ওভার)
মাইকেল ফন লিংএন ৬৮ (৪০)
অল্পেশ রামজানি ৩/৩২ (৪ ওভার)
অল্পেশ রামজানি ৫৫ (৩৪)
ইয়ান ফ্রাইলিংক ১/২২ (৩ ওভার)
নামিবিয়া ২৬ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল ফন লিংএন (নামিবিয়া)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ২০ ওভারের ম্যাচ[সম্পাদনা]

৬ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৯৬/৪ (২০ ওভার)
 উগান্ডা
১২৩ (১৯.১ ওভার)
নিকোলস ডাফিন ৫৭ (৪৩)
অল্পেশ রামজানি ২/২২ (৪ ওভার)
কেনেথ ওয়াইসোয়া ২৬ (২১)
খেরহার্ট এরাসমাস ৪/৮ (২.১ ওভার)
নামিবিয়া ৭৩ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: খেরহার্ট এরাসমাস (নামিবিয়া)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ২০ ওভারের ম্যাচ[সম্পাদনা]

৮ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
উগান্ডা 
২০৩/৬ (২০ ওভার)
 নামিবিয়া
২০৪/৫ (১৯.৫ ওভার)
দিনেশ মগন নাকরানি ১১০ (৪৫)
রুবেন ট্রুম্পেলমান ৩/৫৩ (৪ ওভার)
ইয়ান ফ্রাইলিংক ৯৩* (৪৮)
দিনেশ মগন নাকরানি ৩/২৬ (৪ ওভার)
নামিবিয়া ৫ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ২০ ওভারের ম্যাচ[সম্পাদনা]

৯ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৮৬/৭ (২০ ওভার)
 উগান্ডা
১৭৫/৬ (২০ ওভার)
খেরহার্ট এরাসমাস ৬৭ (৩৮)
কেনেথ ওয়াইসোয়া ৩/১৮ (৩ ওভার)
রবিনসন ওবুইয়া ৭১ (৩৭)
বেন শিকোংগো ২/৩১ (৪ ওভার)
নামিবিয়া ১১ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: খেরহার্ট এরাসমাস (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "RICHELIEU EAGLES TO TAKE ON UGANDA CRANES IN CASTLE LITE SERIES"নামিবিয়া ইকোনমিস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  2. "Uganda Men's team to tour Namibia for OD/T20 series in July 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৩ 
  3. "Richelieu Eagles welcome Uganda Cranes"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  4. "Namibia to host Uganda"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৩ 
  5. "Richelieu Eagles to host Cricket Cranes for T20 and ODI series in Namibia"মোবাইল টেলিফোন নেটওয়ার্ক স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৩ 
  6. @CricketNamibia1 (৩০ জুন ২০২৩)। "‼️SQUAD ANNOUNCEMENT‼️" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "Cricket Cranes off to Namibia for Castle Lite Series"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  8. "Cricket Cranes fall short in chase of massive total against Namibia"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৩ 
  9. "Juma Miyagi ruled out of Castle Lite Series"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 
  10. "Castle Lite Series: More heartbreak for Cricket Cranes as Juma Miyaji is ruled out"পালস স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]