বিষয়বস্তুতে চলুন

২০২২ নামিবিয়া ২০-ওভার ত্রিদেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ নামিবিয়া ২০-ওভার ত্রিদেশীয় সিরিজ
তারিখ২৯ জুন ২০২২ – ৩ জুলাই ২০২২
স্থাননামিবিয়া
ফলাফল নামিবিয়া সিরিজে জয়ী
দলসমূহ
 জার্সি  নামিবিয়া  মার্কিন যুক্তরাষ্ট্র
অধিনায়কবৃন্দ
চার্লস পারচার্ড খেরহার্ট এরাসমাস মোনংক প্যাটেল
সর্বাধিক রান
আসা ট্রাইব (১৪৩) ডিফান ল কোক (১৪৩) মোনংক প্যাটেল (২১৭)
সর্বাধিক উইকেট
ড্যানিয়েল বিরেল (৫) রুবেন ট্রুম্পেলমান (৮) সৌরভ নেত্রাবলকর (৪)

২০২২ নামিবিয়া ২০-ওভার ত্রিদেশীয় সিরিজ ছিল একটি ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুন ও জুলাই মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[] সিরিজের ম্যাচগুলো অনানুষ্ঠানিক ২০ ওভারের ম্যাচ হিসেবে খেলা হয়।[] টুর্নামেন্টে স্বাগতিক নামিবিয়ার সঙ্গে অংশগ্রহণ করে জার্সিমার্কিন যুক্তরাষ্ট্র[] সফরকারী দলগুলোর জন্য টুর্নামেন্টটি ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব বি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[] সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নামিবিয়া।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 জার্সি  নামিবিয়া[]  মার্কিন যুক্তরাষ্ট্র[]
  • মোনংক প্যাটেল (অধি.) (উই.)
  • অ্যারন জোনস (সহ-অধি.)
  • আহসান আলি খান
  • ইয়াসির মোহাম্মদ
  • ক্যামেরন স্টিভেনসন
  • গজানন্দ সিং
  • জাসকরন মালহোত্রা (উই.)
  • নিসর্গ প্যাটেল
  • বৎসল বাগেলা
  • মার্টিন কেইন
  • রাস্টি থেরন
  • সুশান্ত মোদানি
  • সৌরভ নেত্রাবলকর
  • স্টিভেন টেলর (উই.)

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 নামিবিয়া +১.৫৯৬
 মার্কিন যুক্তরাষ্ট্র +০.৫৫২
 জার্সি −২.১৩০

  চ্যাম্পিয়ন

২৯ জুন ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৯৬/৫ (২০ ওভার)
 জার্সি
১৩১/৯ (২০ ওভার)
ডেভিড ভিসা ৫৫* (২১)
ড্যানিয়েল বিরেল ২/৩৫ (৪ ওভার)
আসা ট্রাইব ৭২* (৫৭)
রুবেন ট্রুম্পেলমান ৩/৩১ (৪ ওভার)
নামিবিয়া ৬৫ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: আন্দ্রে মাস (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ভিসা (নামিবিয়া)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ জুন ২০২২
১০:০০
স্কোরকার্ড
 নামিবিয়া
১৯৭/৪ (১৯ ওভার)
মোনংক প্যাটেল ৫০ (৩০)
ইয়ান ফ্রাইলিংক ২/৩২ (৩ ওভার)
খেরহার্ট এরাসমাস ৭২* (৩৪)
স্টিভেন টেলর ১/১৫ (২ ওভার)
নামিবিয়া ৬ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: খেরহার্ট এরাসমাস (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
 নামিবিয়া
১৩৭/১ (১৬ ওভার)
মোনংক প্যাটেল ৯৬* (৫৮)
ইয়ান ফ্রাইলিংক ৩/৪২ (৪ ওভার)
ডিফান ল কোক ৮০* (৪৮)
সৌরভ নেত্রাবলকর ১/২৭ (৩ ওভার)
নামিবিয়া ৯ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও আন্দ্রে মাস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডিফান ল কোক (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১ জুলাই ২০২২
১৪:০০
স্কোরকার্ড
জার্সি 
১৬৭/৮ (২০ ওভার)
 নামিবিয়া
১৬৯/৭ (১৯ ওভার)
আসা ট্রাইব ৬৭ (৫০)
তাংগেনি লুংগামেনি ৩/২০ (৩ ওভার)
স্টেফান বার্ড ৪১ (৩২)
এলিয়ট মাইলস ২/২৬ (৪ ওভার)
নামিবিয়া ৩ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুবেন ট্রুম্পেলমান (নামিবিয়া)
  • জার্সি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
 জার্সি
১৪০/৮ (২০ ওভার)
গজানন্দ সিং ৫৭ (২৮)
ড্যানিয়েল বিরেল ২/৪১ (৪ ওভার)
বেনজামিন ওয়ার্ড ৬০ (৩৯)
সৌরভ নেত্রাবলকর ২/২০ (৪ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: গজানন্দ সিং (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ জুলাই ২০২২
১০:০০
স্কোরকার্ড
জার্সি 
১৭২/৬ (২০ ওভার)
 মার্কিন যুক্তরাষ্ট্র
১৭৫/৩ (১৫.৫ ওভার)
বেন স্টিভেনস ৯৮* (৫০)
রাস্টি থেরন ৩/১৪ (২ ওভার)
অ্যারন জোনস ৬৮ (৩৩)
এলিয়ট মাইলস ১/১৮ (৩ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যারন জোনস (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Jam-packed programme for Cricket Namibia"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Ayaan Roy T20"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Jersey and USA to play T20 Tri-series in Namibia to prepare for T20 World Cup qualifiers"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 
  4. "Namibia secure tri-series title"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২ 
  5. "SQUAD🇳🇦🦅 Come have a David Wiese experience on home ground"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  6. "USA Name Squad for T20 World Cup Qualifier in Zimbabwe"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]