২০২১ ডুরান্ড কাপ নকআউট পর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২১ ডুরান্ড কাপ নকআউট পর্ব ২৩ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের সাথে শুরু হয়েছিল এবং ৩ অক্টোবর ২০২১ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালের মাধ্যমে ২০২১ ডুরান্ড কাপের বিজয়ীদল নির্ধারণের জন্য শেষ হয়েছিল।[১] নকআউট পর্বে মোট ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

উত্তীর্ণ দল[সম্পাদনা]

নকআউট পর্বে আটটি দল জড়িত যারা গ্রুপ পর্বে চারটি গ্রুপের প্রতিটিতে বিজয়ীদল এবং রানার্স-আপদল হিসাবে যোগ্যতা অর্জন করেছে।

গ্রুপ বিজয়ী রানার্স-আপ
বেঙ্গালুরু ইউনাইটেড মোহামেডান
বি গোয়া আর্মি গ্রিন
সি বেঙ্গালুরু দিল্লি
ডি গোকুলাম কেরালা আর্মি রেড

: ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব
: আই-লিগ ক্লাব
: আই-লিগ দ্বিতীয় ডিভিশন ক্লাব
: ভারতীয় সেনাবাহিনী দল


সময়সূচী[সম্পাদনা]

সূচি ছিল নিম্নরূপ।[১]

রাউন্ড তারিখ
কোয়ার্টার-ফাইনাল ২৩–২৫ সেপ্টেম্বর ২০২১
সেমি-ফাইনাল ২৭–২৯ সেপ্টেম্বর ২০২১
ফাইনাল ৩ অক্টোবর ২০২১

বন্ধনী[সম্পাদনা]

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
 
 
 
মোহামেডান
 
 
 
গোকুলাম কেরালা
 
মোহামেডান (অ.স.প.)
 
 
 
বেঙ্গালুরু ইউনাইটেড
 
আর্মি রেড-
 
 
 
বেঙ্গালুরু ইউনাইটেড
(ওয়াকওভার)
-
 
মোহামেডান
 
 
 
গোয়া (অ.স.প.)
 
গোয়া
 
 
 
দিল্লি
 
গোয়া (পে.)()
 
 
 
বেঙ্গালুরু২(৬)
 
বেঙ্গালুরু
 
 
আর্মি গ্রিন
 


কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

সংক্ষেপ[সম্পাদনা]

দল ১ ফলাফল দল ২
মহামেডান ১–০ গোকুলাম কেরালা
আর্মি রেড ওয়াকওভার[ক] বেঙ্গালুরু ইউনাইটেড
গোয়া ৫–১ দিল্লি
বেঙ্গালুরু ৩–২ আর্মি গ্রিন

ম্যাচ[সম্পাদনা]

২৩ সেপ্টেম্বর ২০২১ (2021-09-23) ১ম কোয়ার্টার ফাইনাল মোহামেডান ১–০ গোকুলাম কেরালা কলকাতা
১৪:০০ আইএসটি
প্রতিবেদন
স্টেডিয়াম: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন
দর্শক: ১০,০০০[৩]
ম্যাচসেরা: জোথানমাউইয়া (মোহামেডান এসসি)
২৪ সেপ্টেম্বর ২০২১ (2021-09-24) ২য় কোয়ার্টার-ফাইনাল আর্মি রেড w/o বেঙ্গালুরু ইউনাইটেড কল্যাণী
১৪:০০ আইএসটি Report স্টেডিয়াম: কল্যাণী স্টেডিয়ামকল্যাণী স্টেডিয়াম
টীকা: আর্মি রেড দলীয় সদস্যের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হওয়ার রিপোর্টের পরে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ফিক্সচার থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল।
২৪ সেপ্টেম্বর ২০২১ (2021-09-24) ৩য় কোয়ার্টার-ফাইনাল গোয়া ৫–১ দিল্লি কল্যাণী
১৪:০০ আইএসটি প্রতিবেদন
স্টেডিয়াম: কল্যাণী স্টেডিয়াম
দর্শক: ০[খ]
ম্যাচসেরা: লিয়েন্ডার ডি'কুনহা (এফসি গোয়া)
২৫ সেপ্টেম্বর ২০২১ (2021-09-25) ৪র্থ কোয়ার্টার-ফাইনাল বেঙ্গালুরু ৩–২ আর্মি গ্রিন কলকাতা
১৪:০০ আইএসটি প্রতিবেদন স্টেডিয়াম: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন
দর্শক: ০[খ]
ম্যাচসেরা: উংগায়াম মুইরাং (বেঙ্গালুরু এফসি)

সেমি-ফাইনাল[সম্পাদনা]

সংক্ষেপ[সম্পাদনা]

দল ১ ফলাফল দল ২
মহামেডান ৪–২
(অ.স.প.)
বেঙ্গালুরু ইউনাইটেড
গোয়া ২–২
(–৬ পে.)
বেঙ্গালুরু


ম্যাচ[সম্পাদনা]

২৭ সেপ্টেম্বর ২০২১ (2021-09-27) ১ম সেমি-ফাইনাল মোহামেডান ৪–২ (অ.স.প.) বেঙ্গালুরু ইউনাইটেড কলকাতা
১৮:০০ আইএসটি প্রতিবেদন
স্টেডিয়াম: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন
দর্শক: ২৪,২৯১
রেফারি: হরিশ কুণ্ডু
ম্যাচসেরা: মার্কাস জোসেফ (মোহামেডান এসসি)

ফাইনাল[সম্পাদনা]

ফাইনাল ম্যাচ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ৩ অক্টোবর ২০২১-এ অনুষ্ঠিত হয়েছিল।

মন্তব্য[সম্পাদনা]

  1. আর্মি রেড দলের খেলোয়াড়দের অনেকে কোভিড-১৯ আক্রান্ত হবার জন্য তারা দল প্রত্যাহার করে নেয় এবং বেঙ্গালুরু ইউনাইটেডকে জয়ী ঘোষিত করা হয়।[২]
  2. দর্শকশূন্য মাঠে খেলা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Durand Cup 2021: All you need to know, Live Streaming, TV Channel, Schedule"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১০ 
  2. Sportstar, Team (২০২১-০৯-২৩)। "Durand Cup 2021: Army Red-FC Bengaluru United quarterfinal called off due to COVID-19 cases"www.sportstar.thehindu.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩ 
  3. Lodh, Bibhash। "Fans return to Salt Lake Stadium for Durand Cup"The Telegraph। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]