২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ১০০মিটার বাটারফ্লাই
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ৯ই আগস্ট - ১১ই আগস্ট
প্রতিযোগী৩৭ টি দেশের ৪৯জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   অস্ট্রেলিয়া
রৌপ্য পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
ব্রোঞ্জ পদক   অস্ট্রেলিয়া
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০মিটার বাটারফ্লাই বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১১ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে বাটারফ্লাই স্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি দুইবার পার করতে হয়।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট সাতটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৫৯.৩৫সেকেন্ড(A মান) এবং ১:০১.৪৩সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  ইঙ্গে ডি ব্রুইন (NED) ৫৬.৬১ সিডনি, অস্ট্রেলিয়া ১৭ই সেপ্টেম্বর ২০০০ [১]
অলিম্পিক রেকর্ড  ইঙ্গে ডি ব্রুইন (NED) ৫৬.৬১ সিডনি, অস্ট্রেলিয়া ১৭ই সেপ্টেম্বর ২০০০ [১]

এই প্রতিযোগিতায় কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ডের সৃষ্টি হয়নি।

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
জেসিকা শীপার  অস্ট্রেলিয়া ০:৫৭.৫৮ Q
ক্রিস্টিন ম্যাগনুসন  মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৭.৭০ Q
ঝৌ ইয়াফেই  চীন ০:৫৭.৭০ Q (AS*)
টাও লি  সিঙ্গাপুর ০:৫৭.৭৭ Q, AS
গ্যাব্রিয়েলা সিলভা  ব্রাজিল ০:৫৮.০০ Q
এলেন ব্রিডেন  মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৮.০৬ Q
ইলারিয়া বিয়াঞ্চি  ইতালি ০:৫৮.১২ Q
লিজ-মারি রেটিফ  দক্ষিণ আফ্রিকা ০:৫৮.২০ Q, AF
ইঙ্গে ডেকার  নেদারল্যান্ডস ০:৫৮.২২ Q
১০ অরোরে মঙ্গেল  ফ্রান্স ০:৫৮.৩০ Q
১১ নাতালিয়া সুতাজিনা  রাশিয়া ০:৫৮.৩২ Q
১২ লিসবেথ ট্রিকেট  অস্ট্রেলিয়া ০:৫৮.৩৭ Q
১৩ ইস্টার ডারা  হাঙ্গেরি ০:৫৮.৩৯ Q
১৪ অ্যালেনা পপচাঙ্কা  ফ্রান্স ০:৫৮.৪০ Q
১৫ জ্যানেট ওটিসেন  ডেনমার্ক ০:৫৮.৪৪ Q
১৬ জেমা লোয়ি  গ্রেট ব্রিটেন ০:৫৮.৪৯ Q
১৭ ওটেলিয়া জেরজেচাক  পোল্যান্ড ০:৫৮.৫৩
১৮ ম্যান্ডি লুটস  দক্ষিণ আফ্রিকা ০:৫৮.৬১ AF
১৮ ইয়ুকো নাকানিশি  জাপান ০:৫৮.৬১
২০ সারা ইসাকোভিচ  স্লোভেনিয়া ০:৫৮.৬৮
২১ ফ্রান্সেস্কা হ্যালস্যাল  গ্রেট ব্রিটেন ০:৫৮.৭০
২২ ইরিনা বেস্পালোভা  রাশিয়া ০:৫৮.৯২
২৩ ইয়ুকা কাতো  জাপান ০:৫৮.৯৪
২৪ ক্যাটরিনা জুবকোভা  ইউক্রেন ০:৫৮.৯৯
২৫ মার্টিনা মোরাভকোভা  স্লোভাকিয়া ০:৫৯.০৩
২৬ বার্জিট কোশিশেক  অস্ট্রিয়া ০:৫৯.০৭ NR
২৭ সারা জোস্ট্রম  সুইডেন ০:৫৯.০৮
২৮ অড্রে ল্যাক্রোয়িক্স  কানাডা ০:৫৯:১০
২৮ মিচা ক্যাথরিন ওস্টার্গার্ড জেনসেন  ডেনমার্ক ০:৫৯.১০
৩০ হানা জেন আর্নেট উইলসন  হংকং ০:৫৯.৩৫
৩০ শ্যান্টাল গ্রুট  নেদারল্যান্ডস ০:৫৯.৩৫
৩২ ট্রিন আলঝ্যান্ড  এস্তোনিয়া ০:৫৯.৪৩ NR
৩২ ইয়ানউই ঝু  চীন ০:৫৯.৪৩
৩৪ ডেনারা ডি পলা  ব্রাজিল ০:৫৯.৪৫
৩৫ সারা অলিভিয়েরা  পর্তুগাল ০:৫৯.৪৮
৩৬ অ্যানা গোস্টোমেলস্কি  ইসরায়েল ০:৫৯.৫০ PB
৩৭ ইঙ্গভিল্ড স্নিল্ডাল  নরওয়ে ০:৫৯.৮৬
৩৮ ক্যারোলিনা কলোরাডো  কলম্বিয়া ১:০০.০৬
৩৯ ড্যানিয়েলা স্যামুলস্কি  জার্মানি ১:০০.৩৭
৪০ চোই হে-রা  দক্ষিণ কোরিয়া ১:০০.৬৫
৪১ ইরিনি কাভারনৌ  গ্রিস ১:০০.৭৪
৪২ হিথার ব্র্যান্ড  জিম্বাবুয়ে ১:০১.৩৯
৪৩ চিন-কুই ইয়াং  চীনা তাইপেই ১:০১.৬০
৪৪ আইরিস রোসেনবার্গার  তুরস্ক ১:০১.৬৭
৪৫ নাতালিয়া হাজিলোইঝৌ  সাইপ্রাস ১:০১.৮০
৪৬ এমিলিয়া পিকারাইনেন  ফিনল্যান্ড ১:০২.৩১
৪৭ বিন্টা জাহরা ডিওপ  সেনেগাল ১:০৪.২৬
৪৮ আন্তোনেলা স্কানাভিনো  উরুগুয়ে ১:০৪.২৮
৪৯ সিমোনা মুচিওলি  সান মারিনো ১:০৪.৯১

Q = সেমিফাইনালের যোগ্যতাঅর্জনকারী (বিজোড়ক্রমের প্রতিযোগিনীরা যাবেন দ্বিতীয় হিটে ও জোড়ক্রমের প্রতিযোগিনীরা যাবেন প্রথম হিটে)

AS = এশীয় রেকর্ড (Asian Record)

AF = আফ্রিকান রেকর্ড (African Record) (বন্ধনীর মধ্যে থাকলে তার মানে হল সেই সময়ের নতুন রেকর্ড হলেও পরে তা ভাঙ্গা হয়েছে; আর *-চিহ্ন থাকলে রেকর্ড নতুন হলেও ভেঙ্গেছে)

NR = জাতীয় রেকর্ড (National Record)

PB = ব্যক্তিগত সেরা (Personal Best)

সেমিফাইনাল[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
লিসবেথ ট্রিকেট  অস্ট্রেলিয়া ৫৭.০৫ Q
ক্রিস্টিন ম্যাগনুসন  মার্কিন যুক্তরাষ্ট্র ৫৭.০৮ Q, AM
জেসিকা শীপার  অস্ট্রেলিয়া ৫৭.৪৩ Q
টাও লি  সিঙ্গাপুর ৫৭.৫৪ Q, AS
ঝৌ ইয়াফেই  চীন ৫৭.৬৮ Q
জেমা লোয়ি  গ্রেট ব্রিটেন ৫৭.৭৮ Q, NR
ইঙ্গে ডেকার  নেদারল্যান্ডস ৫৮.২০ Q
গ্যাব্রিয়েলা সিলভা  ব্রাজিল ৫৮.৩৯ Q
অরোরে মঙ্গেল  ফ্রান্স ৫৮.৪৬
১০ অ্যালেনা পপচাঙ্কা  ফ্রান্স ৫৮.৫৫
১০ এলেন ব্রিডেন  মার্কিন যুক্তরাষ্ট্র ৫৮.৫৫
১২ লিজ-মারি রেটিফ  দক্ষিণ আফ্রিকা ৫৮.৬৩
১৩ ইস্টার ডারা  হাঙ্গেরি ৫৮.৮৪
১৪ নাতালিয়া সুতাজিনা  রাশিয়া ৫৯.০৭
১৫ জ্যানেট ওটিসেন  ডেনমার্ক ৫৯.২৯
ইলারিয়া বিয়াঞ্চি  ইতালি DSQ

AM = আমেরিকান রেকর্ড (Americas Record) | AS = এশীয় রেকর্ড (Asian Record)

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ লিসবেথ ট্রিকেট  অস্ট্রেলিয়া ৫৬.৭৩ OC
২ ক্রিস্টিন ম্যাগনুসন  মার্কিন যুক্তরাষ্ট্র ৫৭.১০
৩ জেসিকা শীপার  অস্ট্রেলিয়া ৫৭.২৫
ঝৌ ইয়াফেই  চীন ৫৭.৮৪
টাও লি  সিঙ্গাপুর ৫৭.৯৯
জেমা লোয়ি  গ্রেট ব্রিটেন ৫৮.০৬
গ্যাব্রিয়েলা সিলভা  ব্রাজিল ৫৮.১০
ইঙ্গে ডেকার  নেদারল্যান্ডস ৫৮.৫৪

OC = ওশেনীয় রেকর্ড (Oceania Record)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "De Bruijn soars to butterfly gold"BBC News। ২০০০-০৯-১৭। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬