২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের হাতুড়ি ছোঁড়া
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের হাতুড়ি ছোঁড়া | ||||||||||
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৫ই আগস্ট ২০০৮ (যোগ্যতানির্ণায়কপর্ব) ১৭ই আগস্ট ২০০৮ (ফাইনাল) | |||||||||
প্রতিযোগী | ২৬ টি দেশের ৩৩জন প্রতিযোগী | |||||||||
জয়ের দূরত্ব | ৮২.০২ | |||||||||
পদকবিজয়ী | ||||||||||
| ||||||||||
«২০০৪ | ২০১২» |
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের হাতুড়ি ছোঁড়া প্রতিযোগিতা আগস্টের ১৫ (যোগ্যতানির্ণায়ক পর্ব) ও ১৭ (ফাইনাল) তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[২]
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৭৮.৫০ মিটার (২৫৭.৫ ফু)(A মান) এবং ৭৪.০০ মিটার (২৪২.৭৮ ফু) (B মান)।[৩]
প্রতিযোগিতার সময় বেলারুসের ভাদিম দেভ্যাতোভস্কি ও ইভান সিখান যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ পদক লাভ করলেও ডোপ টেস্টে রক্তে অস্বাভাবিক মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যাওয়ায় ২০০৮ সালের ডিসেম্বর মাসে তাদের এই পদক কেড়ে নেওয়া হয়। পরিবর্তে এই পদক দুটি দেওয়া হয় যথাক্রমে হাঙ্গেরির ক্রিশ্চিয়ান পার্স ও জাপানের কোজি মুরোফুশিকে। সিখান পরে ঘোষণা করেন যে তিনি দেভ্যাতোভস্কির সাথে যুগ্ম ভাবে আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।[১] শেষ পর্যন্ত ২০১০-এর জুনে ক্রীড়া সালিশি আদালত (Court of Arbitration for Sport) সিদ্ধান্তে আসে চীনা মেডিক্যাল ল্যাবের ভুল হয়েছিল। সুতরাং ঐ দুই বেলারুশিয়ানের পদক ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।[৪]
সময়তালিকা[সম্পাদনা]
সমস্ত সময় চীন প্রমাণ সময় (UTC+8)
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
শুক্রবার, ১৫ই আগস্ট ২০০৮ | ১০:৪০ | যোগ্যতানির্ণায়ক পর্ব |
রবিবার, ১৭ই আগস্ট ২০০৮ | ১৯:১০ | ফাইনাল |
রেকর্ড[সম্পাদনা]
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ![]() |
৮৬.৭৪ মিটার | স্টুটগার্ট, জার্মানি | ৩০শে আগস্ট ১৯৮৬ |
অলিম্পিক রেকর্ড | ![]() |
৮৪.৮০ মিটার | সিওল, দক্ষিণ কোরিয়া | ২৬শে সেপ্টেম্বর ১৯৮৮ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল[সম্পাদনা]
যোগ্যতানির্ণায়ক পর্ব[সম্পাদনা]
ন্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ৭৮.০০ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।
ক্রম | গ্রুপ | প্রতিযোগী | রাষ্ট্র | #১ | #২ | #৩ | ফলাফল | টিকা |
---|---|---|---|---|---|---|---|---|
১ | A | ক্রিশ্চিয়ান পার্স | ![]() |
x | ৮০.০৭ | ৮০.০৭ | Q | |
২ | B | জিমোন জিওলকোস্কি | ![]() |
৭৯.৫৫ | ৭৯.৫৫ | Q, SB | ||
৩ | B | প্রিমোজ কজমাস | ![]() |
৭৯.৪৪ | ৭৯.৪৪ | Q | ||
৪ | B | ইভান সিখান | ![]() |
৭৯.২৬ | ৭৯.২৬ | Q | ||
৫ | A | কোজি মুরোফুশি | ![]() |
৭৮.১৬ | ৭৮.১৬ | Q | ||
৬ | A | মার্কাস এসার | ![]() |
x | ৭৭.০০ | ৭৭.৬০ | ৭৭.৬০ | q |
৭ | A | আন্দ্রাস হ্যাকলিটস | ![]() |
৭৪.২৭ | ৭৭.১২ | ৭৬.২৩ | ৭৭.১২ | q |
৮ | B | ওলি-পেক্কা কার্জালেইনেন | ![]() |
৭৫.৪৯ | x | ৭৭.০৭ | ৭৭.০৭ | q |
৯ | B | ভাদিম দেভ্যাতোভস্কি | ![]() |
৭৩.৩৯ | ৭৬.৫৬ | ৭৬.৯৫ | ৭৬.৯৫ | q |
১০ | B | লিবর শারফ্রেইট্যাগ | ![]() |
৭৬.০৩ | x | ৭৬.৬১ | ৭৬.৬১ | q |
১১ | B | জেমস স্টেসি | ![]() |
৭৬.৩২ | x | ৭৫.০১ | ৭৬.৩২ | q |
১২ | A | দিলশদ নাজারভ | ![]() |
৭৪.৬৭ | ৭৫.৩৪ | ৭২.৪৭ | ৭৫.৩৪ | q |
১৩ | B | নিকোলা ভিজ্জোনি | ![]() |
৭২.৮২ | x | ৭৫.০১ | ৭৫.০১ | |
১৪ | A | ইয়েভেন ভিনোরাডভ | ![]() |
৭৩.৪১ | ৭৪.৪৯ | x | ৭৪.৪৯ | |
১৫ | B | আর্টেম রুবাঙ্কো | ![]() |
৭৪.৪৭ | ৭৩.৮৯ | x | ৭৪.৪৭ | |
১৬ | B | এসরেফ আপাক | ![]() |
x | ৭৪.৪৫ | x | ৭৪.৪৫ | |
১৭ | A | ভ্যালেরি ভিয়াতোখা | ![]() |
৭৪.৪১ | x | x | ৭৪.৪১ | |
১৮ | A | আলেক্সান্দ্রোস পাপাদিমিত্রিউ | ![]() |
x | ৭৪.৩৩ | ৭৩.৮৩ | ৭৪.৩৩ | |
১৯ | A | ইগর্স সোকোলভস | ![]() |
৭৩.৭২ | ৭১.৫০ | x | ৭৩.৭২ | |
২০ | B | আলি আল-জিঙ্কাউয়ি | ![]() |
x | ৭৩.৬২ | x | ৭৩.৬২ | |
২১ | A | কিরিল ইকোনিকভ | ![]() |
x | ৭২.০৪ | ৭২.৩৩ | ৭২.৩৩ | |
২২ | B | ইগর ভিনিশেঙ্কো | ![]() |
x | ৭২.০৫ | x | ৭২.০৫ | |
২৩ | A | মিলোস্লাভ কোনোপকা | ![]() |
৭১.৭৬ | ৭১.৯৬ | x | ৭১.৯৬ | |
২৪ | A | ইহর টুহায় | ![]() |
৭১.৮৯ | x | ৭০.৫৬ | ৭১.৮৯ | |
২৫ | A | বের্গুর ইঙ্গি পিটারসন | ![]() |
৬৯.৭৩ | x | ৭১.৬৩ | ৭১.৬৩ | |
২৬ | B | রোমান রোজনা | ![]() |
৭১.৩৩ | ৬৯.৯৯ | ৭০.২৩ | ৭১.৩৩ | |
২৭ | B | এ. জি. ক্রুগার | ![]() |
৭০.৫৮ | ৭১.২১ | x | ৭১.২১ | |
২৮ | B | ডোরিয়ান কোলাকু | ![]() |
৬৯.১৪ | ৬৯.৮৪ | ৭০.৯৮ | ৭০.৯৮ | |
২৯ | A | লুকাস মেলিচ | ![]() |
৬৯.৩১ | ৭০.৫৬ | ৬৯.০৩ | ৭০.৫৬ | |
৩০ | B | হুয়ান ইগনাসিও সেরা | ![]() |
x | ৭০.১৬ | x | ৭০.১৬ | |
A | মোহসেন এল আনানি | ![]() |
x | x | x | NM | ||
B | আমানমুরাদ হোমাডভ | ![]() |
x | x | x | NM | ||
A | মার্কো লিঙ্গুয়া | ![]() |
x | x | x | NM |
AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী |
DNS = শুরু করতে পারেননি | DQ = অযোগ্য | NM = কোনো স্থান পাননি (অর্থাৎ কোনো স্বীকৃত ফলাফল নেই) | Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী | q = হিটে সামগ্রিক ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী
|
ফাইনাল[সম্পাদনা]
আগস্টের ১৭ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হয়। তিন রাউন্ডের পর ক্রমানুসারে প্রথম আটজন ফাইনালের জন্য নির্বাচিত হন; সেখানে আরও তিন বার ছুঁড়ে তারা পদকের দাবীদার নির্ধারণ করেন।
ক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ফলাফল | টিকা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
প্রিমোজ কজমাস | ![]() |
৮০.৭৫ | ৮২.০২ | ৮০.৭৯ | ৮০.৬৪ | ৮০.৯৮ | ৮০.৮৫ | ৮২.০২ | SB |
![]() |
ভাদিম দেভ্যাতোভস্কি | ![]() |
৭৯.০০ | ৮১.৬১ | x | x | ৮০.৮৬ | x | ৮১.৬১ | [১] |
![]() |
ইভান সিখান | ![]() |
৭৮.৪৯ | ৮০.৫৬ | ৭৯.৫৯ | ৭৮.৮৯ | ৮১.৫১ | ৮০.৮৭ | ৮১.৫১ | [১] |
৪ | ক্রিশ্চিয়ান পার্স | ![]() |
৭৮.০৫ | ৮০.৯৬ | x | ৮০.১৬ | ৮০.১১ | ৭৯.৮৩ | ৮০.৯৬ | |
৫ | কোজি মুরোফুশি | ![]() |
৭৯.৪৭ | ৮০.৭১ | ৭৯.৯৪ | ৭৭.৯৬ | ৭৮.২২ | ৭৭.২৬ | ৮০.৭১ | |
৬ | ওলি-পেক্কা কার্জালেইনেন | ![]() |
৭৭.৯২ | ৭৯.৫৯ | ৭৮.৯৯ | x | ৭৮.৮৮ | x | ৭৯.৫৯ | SB |
৭ | জিমোন জিওলকোস্কি | ![]() |
৭৫.৯২ | ৭৯.২২ | ৭৯.০৭ | ৭৯.০৪ | ৭৬.১৬ | x | ৭৯.২২ | |
৮ | লিবর শারফ্রেইট্যাগ | ![]() |
x | ৭৭.৬২ | ৭৬.৮৩ | ৭৭.২৬ | ৭৮.৬৫ | x | ৭৮.৬৫ | |
৯ | মার্কাস এসার | ![]() |
৭৪.৫৬ | x | ৭৭.১০ | ৭৭.১০ | ||||
১০ | আন্দ্রাস হ্যাকলিটস | ![]() |
x | ৭৫.৭৮ | ৭৬.৫৮ | ৭৬.৫৮ | ||||
১১ | দিলশদ নাজারভ | ![]() |
৭২.৯৭ | ৭৬.৫৪ | x | ৭৬.৫৪ | ||||
১২ | জেমস স্টেসি | ![]() |
৭৫.৭২ | ৭৫.৫৪ | ৭৪.০৬ | ৭৫.৭২ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ "Belarusian hammer throwers stripped of medals"। ২০০৮-১২-১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১১।
- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ এঞ্জেলার, এলেইন (১০ জুন ২০১০)। "CAS Reinstates Medals for Hammer Throwers"। এসোসিয়েটেড প্রেস।
বহি:সংযোগ[সম্পাদনা]
- (ইংরেজি) Final results
- (ইংরেজি) sports-reference
- (ইংরেজি) hammerthrow.wz