২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের হাই জাম্প
অবয়ব
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের হাই জাম্প থেকে পুনর্নির্দেশিত)
| XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের হাই জাম্প | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
| তারিখ | ১৭ই আগস্ট ২০০৮(যোগ্যতাপর্ব) ১৯ই আগস্ট ২০০৮ (ফাইনাল) | ||||||||||||
| প্রতিযোগী | ২৮টি দেশের ৪০ জন প্রতিযোগী | ||||||||||||
| জয়ের দূরত্ব | ২.৩৬ | ||||||||||||
| পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের হাই জাম্প প্রতিযোগিতা আগস্টের ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২.৩০ মিটার (৭ ফুট ৭ ইঞ্চি)(A মান) এবং ২.২৭ মিটার (৭ ফুট ৫ ইঞ্চি) (B মান)।[২]
আশ্চর্যজনকভাবে, তদানীন্তন বিশ্ব চ্যাম্পিয়ন ডোনাল্ড থমাস, যিনি ওসাকায় ২০০৭ সালের IAAF আয়োজিত বিশ্ব দৌড়বাজী প্রতিযোগিতায় ২.৩২ মিটার (৭ ফুট ৭ ইঞ্চি) লাফিয়েছিলেন, অলিম্পিকে ২১তম স্থানে শেষ করেন। ফলে ফাইনাল রাউন্ডেও উঠতে পারেননি।
রেকর্ড
[সম্পাদনা]এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
| বিশ্ব রেকর্ড | ২.৪৫ মিটার | সালাম্যাঙ্কা, স্পেন | ২৭শে জুলাই ১৯৯৩ | |
| অলিম্পিক রেকর্ড | ২.৩৯ মিটার | আটলান্টা, যুক্তরাষ্ট্র | ২৭শে জুলাই ১৯৯৬ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
[সম্পাদনা]যোগ্যতানির্ণায়ক পর্ব
[সম্পাদনা]ন্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ২.৩২ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।
ফাইনাল
[সম্পাদনা]১৯শে আগস্টে ফাইনাল অনুষ্ঠিত হয়।
| ক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | ২.১৫ | ২.২০ | ২.২৫ | ২.২৯ | ২.৩২ | ২.৩৪ | ২.৩৬ | ২.৪২ | ফলাফল | টিকা |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| আন্দ্রেই সিলনভ | – | o | o | o | o | o | o | xxx | ২.৩৬ | |||
| জার্মেইন ম্যাসন | – | o | o | x– | o | o | xxx | ২.৩৪ | PB | |||
| ইয়ারোস্লাভ রিবাকভ | – | o | o | o | xxo | o | xxx | ২.৩৪ | SB | |||
| ৪ | স্টেফান হোম | – | o | o | o | o | x– | xx | ২.৩২ | |||
| ৫ | রাউল স্প্যাঙ্ক | o | o | o | o | xxo | xx– | x | ২.৩২ | PB | ||
| ৬ | জারোস্লাভ বাবা | o | o | o | o | x– | x– | x | ২.২৯ | |||
| ৭ | টমাস জাঙ্কু | o | o | o | xo | x– | xx | ২.২৯ | ||||
| ৮ | টম পার্সন্স | o | o | o | xxx | ২.২৫ | ||||||
| ৯ | মার্টিন বার্নার্ড | o | o | xo | x– | xx | ২.২৫ | |||||
| ১০ | জেসি ডি লিমা | o | o | xxx | ২.২০ | |||||||
| ১০ | ফিলিপ্পো ক্যাম্পিওলি | – | o | xxx | ২.২০ | |||||||
| ১২ | রোজল প্রেজেল | o | xxo | xxx | ২.২০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০০৮।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০০৮।