২০০৫ সালের সিরিজ বোমা হামলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৫ সালে বাংলাদেশে সিরিজ বোমা হামলা
২০০৫ সালে ৬৪ জেলায় জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বোমা বিস্ফোরণ ঘটায়।
স্থানপুরো বাংলাদেশ
তারিখ১৭ আগস্ট ২০০৫
১১:৩০ (ইউটিসি+০৬:০০)
লক্ষ্যবাংলাদেশ
হামলার ধরন৫০০ এর মতো বোমা
নিহত
আহত১৫০+
হামলাকারী দল

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন সকাল সাড়ে বেলা ১১-১১:৩০ এর মধ্যে মধ্যে দেশের ৬৩ জেলার প্রেসক্লাব, গুরুত্বপূর্ণ স্থাপনা ও  ঢাকার ৩৪টিসহ সাড়ে ৪শ’ স্পটে প্রায় ৫শ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন ২ জন এবং আহত হয় দু’শতাধিক মানুষ।[১][২][৩]

সেদিন যা ঘটেছিল[সম্পাদনা]

২০০৫ সালের ১৭ আগস্ট বেলা প্রায় ১১টায় ঢাকা সহ দেশের ৩০০টি স্থানে ৫০০ বোমা হামলা করা হয়। আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ বোমা হামলায় দু’জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা বাদে অবশিষ্ট ৬৩টি জেলায় এই হামলা করা হয়। হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধা-সরকারি স্থাপনায় বোমা হামলা চালায় জঙ্গিরা। হামলার জায়গাগুলোতে জেএমবির জঙ্গিরা লিফলেট ছড়িয়ে দেয়।[৪]

মামলা[সম্পাদনা]

জেএমবির সিরিজ বোমা হামলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১শ ৬১টি মামলা হয়। এর মধ্যে এখন পর্যন্ত বিচার কাজ শেষ হয়েছে ১শ ০২টি মামলার। নিষ্পত্তিকৃত মামলাগুলোয় শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ৩৫ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৩১ জনকে। বিভিন্ন মেয়াদে আরও ১৮৪ জনকে সাজা দেওয়া হয়। খালাস পান ১১৮ জন। [৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিরিজ বোমা হামলার ১২ বছর: বিচারাধীন এখনও ৪৬ মামলা | banglatribune.com"Bangla Tribune। ২০১৭-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৭ 
  2. "http://www.dainikpurbokone.net/42157/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%9C%E0%A7%81%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE/"। ২০১৭-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. বাংলা, কাদির কল্লোল বিবিসি; ঢাকা। "বাংলাদেশে সিরিজ বোমা হামলার আসামী গ্রেফতার"। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৭ 
  4. সিরিজ বোমা হামলার ১৩ বছর, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ১৬ আগস্ট ২০১৮
  5. "সিরিজ বোমা হামলার ১২ বছর: এখনও বিচারাধীন ৪৬ মামলা - Daily Jagoran"Daily Jagoran (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-১৭। ২০১৭-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৭ 
  6. BanglaNews24.com। "সিরিজ বোমা হামলার এক যুগ, এখনো সক্রিয় জেএমবি"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৭