১ নয়া পয়সা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১ নয়া পয়সা
মূল্য১০০ ভারতীয় টাকা
ভর১.৫ গ্রাম (০.০৪৮ troy আউন্স)
ব্যাস১৬ মিলিমিটার (০.০৬৩ ইঞ্চি)
পুরুত্ব১.০ মিলিমিটার (০.০৪ ইঞ্চি)
কিনারামসৃণ
গাঠনিক উপাদানব্রোঞ্জ (১৯৫৭-১৯৬২)
জার্মান রূপা (১৯৬২-১৯৬৩)
প্রচলনের বছর১৯৫৭ (1957)–১৯৬৩ (1963)
অভিমুখ
বিপরীতদিক

ইতিহাস[সম্পাদনা]

ভারতীয় টাকাকে ১৯৫৭ সালের পর দশমিকায়িত করা হয়। ১৮৩৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে ১৬ আনায় বিভক্ত হয়। ১৯৪৭ সালে পাই দশমিকায়িত করা হয় এবং ১ আনা সমান ৩ থেকে ৪ পাই বিভিক্ত হয়। ১৯৫৫ সালে, ভারতের অ্যামেনডেড "ইন্ডিয়ান কয়েনেজ অ্যাক্ট" ভারতের কয়েনের জন্য মেট্রিক পদ্ধতি গ্রহণ করে। পয়সা কয়েন ১৯৫৭ সালে প্রবর্তিত হয়, তবে এই পয়সাকে ১৯৫৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত "নয়া পয়সা" (বাংলা:নতুন পয়সা) বলা হতো। ১ জুন ১৯৬৪ সালে "নয়া" শব্দটিকে সাধারণভাবে "এক পয়সা" বলে ডাকা হতো। "দশমিক সারির" অংশ হিসেবে নয়া পয়সা কয়েন ইস্যু হয়। [১] ২৩ জুন ২০১১ সালে নয়া পয়সা কয়েন প্রচলন প্রত্যাহার এবং বাতিল করা হয়। [২]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

ভারতীয় টাকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Republic India Coinage"Reserve Bank of India। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  2. "Currency Matters"Reserve Bank of India। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬