১৯৮৭ দক্ষিণ এশীয় গেমস
অবয়ব
(১৯৮৭ দক্ষিণ এশীয় গেম্স থেকে পুনর্নির্দেশিত)
৩য় দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | কলকাতা, ভারত | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
বিষয়সমূহ | ১০টি ক্রীড়া | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২০ নভেম্ভর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ২৭ নভেম্বর ১৯৮৭ | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | আর. ভেঙ্কটরমন | ||
প্রধান মিলনস্থন | সল্ট লেক স্টেডিয়াম | ||
|
১৯৮৭ দক্ষিণ এশীয় গেমস, অনুষ্ঠানিকভাবে ৩য় দক্ষিণ এশীয় গেমস ভারতের কলকাতায় ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়।[১] এটি ছিল ভারতে অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশীয় গেমস। এটি ছিল কলকাতা এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়া বৃহত্তম ক্রীড়া ইভেন্ট।
৩য় দক্ষিণ এশীয় গেমসে আনুষ্ঠানিকভাবে ১০টি ক্রীড়া ইভেন্ট ছিল। আগের দুই আসরের মত এই আসরেও ভারত শীর্ষ স্থান ধরে রাখে এবং মোট পদকের ৪৩% জয় করে।
অংশগ্রহণকারী দেশ
[সম্পাদনা]১৯৮৭ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।
ক্রীড়া
[সম্পাদনা]- পদকের ক্রীড়া (১০)
- অ্যাথলেটিক্স
- বাস্কেটবল (অভিষেক)
- মুষ্টিযুদ্ধ
- ফুটবল
- কাবাডি
- সাঁতার
- টেবিল টেনিস (অভিষেক)
- ভলিবল (অভিষেক)
- ভারোত্তোলন
- কুস্তি
- প্রদর্শনী ক্রীড়া (১০)
পদক তালিকা
[সম্পাদনা]* স্বাগতিক জাতি (ভারত)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত* | ৯১ | ৪৫ | ১৯ | ১৫৫ |
২ | পাকিস্তান | ১৬ | ৩৯ | ১৪ | ৬৯ |
৩ | শ্রীলঙ্কা | ৪ | ৭ | ২৩ | ৩৪ |
৪ | বাংলাদেশ | ৩ | ২০ | ৩১ | ৫৪ |
৫ | নেপাল | ২ | ৭ | ৩৩ | ৪২ |
৬ | ভুটান | ০ | ১ | ৫ | ৬ |
৭ | মালদ্বীপ | ০ | ০ | ০ | ০ |
মোট (৭টি জাতি) | ১১৬ | ১১৯ | ১২৫ | ৩৬০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "3rd South Asian Federation Games 1987 (Calcutta, India)"। rsssf.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯।