১৪ নং ক্রোমোজোম (মানবদেহ)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
১৪ নং ক্রোমোজোম (মানবদেহ) | |
---|---|
![]() ১৪ নং মানব ক্রোমোজোমের জোড়া (জি ব্র্যান্ডিং-এর পরে)।
একটি মাতা হতে, আরেকটি পিতা হতে। | |
![]() মানব পুরুষ ক্যারিওগ্রাম-এ ১৪ নং ক্রোমোজোমের জোড়া। | |
বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য (bp) | ১০৭,০৪৩,৭১৮ bp |
জিনের সংখ্যা | ১,৬৫৫ |
ধরণ | অটোজোম |
সেন্ট্রোমিয়ারের অবস্থান | আক্রোসেন্ট্রিক[১] |
শনাক্তকারী | |
রেফসেক | NC_000014 (ইংরেজি) |
জেন ব্যাংক | CM000676 (ইংরেজি) |

১৪ নং মানব ক্রোমোজোমের ইডিওগ্রাম। Mbp অর্থ মেগা ভিত্তি জোড়া।
১৪ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোজোমের একটি। মানুষের সাধারণত ক্রোমোজোমে দুই সেট থাকে। ১৪ নং ক্রোমোজোমে ১০৭ মিলিয়ন ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ৩ থেকে ৩.৫০%।
গবেষকগণ প্রত্যেক ক্রোমোজমে অবস্থিত জীনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমাণিক এই জীনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোজোম ১৪ সম্ভবত ৭০০ থেকে ১,৩০০টি জীন ধারণ করে।
১৪ নং ক্রোমোজমের সেন্ট্রোমিয়ারের অবস্থান ১৯ থেকে ১৯.১ মেগাবেসপেয়ারের কাছাকাছি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Table 2.3: Human chromosome groups"। Human Molecular Genetics [মানব আনবিক জীনতত্ত্ব] (ইংরেজি ভাষায়) (২য় সংস্করণ)। গারল্যান্ড সাইন্স। ১৯৯৯।