১৬ নং ক্রোমোজোম (মানবদেহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৬ নং ক্রোমোজোম (মানবদেহ)
Human male karyotpe high resolution - Chromosome 16 cropped.png
১৬ নং মানব ক্রোমোজোমের জোড়া (জি ব্র্যান্ডিং-এর পরে)। একটি মাতা হতে, আরেকটি পিতা হতে।
Human male karyotpe high resolution - Chromosome 16.png
মানব পুরুষ ক্যারিওগ্রাম-এ ১৬ নং ক্রোমোজোমের জোড়া।
বৈশিষ্ট্য
দৈর্ঘ্য (bp)৯০,৩৩৮,৩৪৫ bp
জিনের সংখ্যা১,৫৩৫
ধরনঅটোজোম
সেন্ট্রোমিয়ারের অবস্থানমেটাসেন্ট্রিক[১]
শনাক্তকারী
রেফসেকNC_000016 (ইংরেজি)
জেন ব্যাংকCM000678 (ইংরেজি)
১৬ নং মানব ক্রোমোজোমের ইডিওগ্রাম। Mbp অর্থ মেগা ভিত্তি জোড়া

১৬ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোসমের একটি। মানুষের সাধারণত ক্রোমোজোমে দুই সেট থাকে। ১৬ নং ক্রোমোজোমে ৯০ মিলিয়ন ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ৩.০%।

গবেষকগণ প্রত্যেক ক্রোমোজোমে অবস্থিত জিনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমাণিক এই জিনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোসম ১৬ সম্ভবত ৮৫০ থেকে ১,২০০ পর্যন্ত জিন ধারণ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Table 2.3: Human chromosome groups"Human Molecular Genetics [মানব আনবিক জীনতত্ত্ব] (ইংরেজি ভাষায়) (২য় সংস্করণ)। গারল্যান্ড সাইন্স। ১৯৯৯। 

বহিঃসংযোগ[সম্পাদনা]