হ্যাম হ্যাম
অবয়ব
হ্যাম হ্যাম | |
---|---|
পরিচালক | বিগাস লুনা |
প্রযোজক | আন্দ্রেস ভিসেন্তে গোমেজ |
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | নিকোলা পোইভানি |
চিত্রগ্রাহক | হোসে লুইস অ্যলকেইন |
সম্পাদক | তেরেসা ফন্ট |
পরিবেশক | ইউনাইটেড এস্টেস্টস অ্যাকাডেমি এন্টারটেইনমেন্ট ইনকর্পোরেটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯৫ মিনিট |
দেশ | স্পেন |
ভাষা | স্পেনিয় |
হ্যাম হ্যাম (স্পেনীয় উচ্চারণ: [xaˈmon xaˈmon]; হ্যাম, হ্যাম) ১৯৯২ সালের স্পেনিয় কমেডি-নাট্য চলচ্চিত্র। বিগাস লুনা পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয়ে ছিলেন হাভিয়ের বারদেম, হোর্ডি মোলা, স্তেফানিয়া স্যান্ড্রেলি, আন্না গ্যালিয়েনা, হুয়ান ডিয়েগো, টমাস পেনকো এবং নবাগত হিসেবে পেনেলোপে ক্রুজ।[১]
চলচ্চিত্রটি সিলভিয়া নামে একটি তরুণীকে কেন্দ্র করে নির্মিত, যে চরিত্রে অভিনয় করেছেন ক্রুজ। চলচ্চিত্রে প্রেমমূলক আবেদন এবং মানসিক বৈপরীত্য প্রকাশ পেয়েছে।[২]
অভিনয়ে
[সম্পাদনা]- পেনেলোপে ক্রুজ – সিলভিয়া
- হাভিয়ের বারদেম – রাউল
- হোর্ডি মোলা – হোসে লুইস
- স্তেফানিয়া স্যান্ড্রেলি – কোনকিতা, হোসে লুইসের মা
- আন্না গ্যালিয়েনা
- হুয়ান ডিয়েগো
- টমাস পেনকো
পুরস্কার
[সম্পাদনা]চলচ্চিত্রটি বিভিন্ন বিভাগে মোট ছয়টি পুরস্কার এবং এগারোটি মনোনয়োন লাভ করে।[৩]
পুরস্কার/চলচ্চিত্র উৎসব | অনুষ্ঠানের তারিখ | বিভাগ | প্রাপক এবং মনোনীত | ফলাফল |
---|---|---|---|---|
ইতালীয় ন্যাশনাল সিন্ডিকেট অব ফিল্ম জার্নালিস্ট | ১৯৯৩ | শ্রেষ্ঠ অভিনেত্রী - সিলভার রিবন | স্তেফানিয়া স্যান্ড্রেলি | মনোনীত |
গয়া পুরস্কার | ১৯৯৩ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | আন্দ্রেস ভিসেন্তে গোমেজ | মনোনীত |
শ্রেষ্ঠ পরিচালক | বিগাস লুনা | মনোনীত | ||
শ্রেষ্ঠ অভিনেত্রী | পেনেলোপে ক্রুজ | মনোনীত | ||
শ্রেষ্ঠ অভিনেতা | হাভিয়ের বারদেম | মনোনীত | ||
শ্রেষ্ঠ চিত্রনাট্য | কুকা ক্যানাল্স ও বিগাস লুনা | মনোনীত | ||
শ্রেষ্ঠ শব্দসংযোজন | মিগুয়েল রেহেস ও রিচার্ড ক্যাসলা্স | মনোনীত | ||
তুরিয়া পুরস্কার | ১৯৯৩ | শ্রেষ্ঠ স্প্যানিশ চলচ্চিত্র | বিগাস লুনা | বিজয়ী |
শ্রেষ্ঠ অভিনেতা | হাভিয়ের বারদেম | বিজয়ী | ||
ফটোগ্রামাস দে প্লাটা | ১৯৯৩ | শ্রেষ্ঠ অভিনেতা | হাভিয়ের বারদেম | মনোনীত |
শ্রেষ্ঠ অভিনেত্রী | পেনেলোপে ক্রুজ | মনোনীত | ||
ভেনিস চলচ্চিত্র উৎসব | ১৯৯২ | সিলভার লায়ন | বিগাস লুনা | বিজয়ী |
গোল্ডেন লায়ন | বিগাস লুনা | মনোনীত | ||
সিনেমা রাইটার্স সার্কেল পুরস্কার | ১৯৯৩ | শ্রেষ্ঠ অভিনেতা | হাভিয়ের বারদেম | বিজয়ী |
সেন্ট জর্জেস ক্রস পুরস্কার | ১৯৯৩ | শ্রেষ্ঠ স্প্যানিশ অভিনেতা | হাভিয়ের বারদেম | বিজয়ী |
স্প্যানিশ অ্যাক্টরস ইউনিয়ন | ১৯৯৩ | নবাগত অভিনেতা পুরস্কার | হাভিয়ের বারদেম | বিজয়ী |
নবাগত অভিনেত্রী পুরস্কার | পেনেলোপে ক্রুজ | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Review/Film; Filling Up on Food and Sex" [পর্যালোচনা/চলচ্চিত্র]। নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সেপ্টেম্বর ২৪, ১৯৯৩। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০১৬।
- ↑ "হ্যাম হ্যাম"। www.rogerebert.com। rogerebert.com। ১১ ফেব্রুয়ারি ১৯৯৪। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৬।
- ↑ "পুরস্কার"। .imdb.com। আইএমডিবি। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে হ্যাম হ্যাম (ইংরেজি)
- রটেন টম্যাটোসে হ্যাম হ্যাম (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৯২-এর চলচ্চিত্র
- স্পেনীয় ভাষার চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের যৌন হাস্যরসাত্মক চলচ্চিত্র
- স্পেনীয় চলচ্চিত্র
- স্পেনীয় হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- যৌন হাস্যরসাত্মক চলচ্চিত্র
- স্পেনীয় বিদ্রুপাত্মক চলচ্চিত্র
- স্পেনীয় আদিরসাত্মক চলচ্চিত্র
- বিগাস লুনা পরিচালিত চলচ্চিত্র
- বার্সেলোনায় ধারণকৃত চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের আদিরসাত্মক নাট্য চলচ্চিত্র