হোসে ব্রাশি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হোসে ব্রাশি
১৯১৮ সালে ব্রাশি
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৮৯২-১২-২৬)২৬ ডিসেম্বর ১৮৯২
জন্ম স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
মৃত্যু ২২ আগস্ট ১৯৬৭(1967-08-22) (বয়স ৭৪)
মৃত্যুর স্থান উরুগুয়ে
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

হোসে ব্রাশি (স্পেনীয়: José Brachi, স্পেনীয় উচ্চারণ: [xosˈe bɾˈat͡ʃi]; ২৬ ডিসেম্বর ১৮৯২ – ২২ আগস্ট ১৯৬৭) একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় নাসিওনাল এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

ব্রাশি ১৯০৮ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; উরুগুয়ের জার্সি গায়ে ১৯১৬ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১৪ ম্যাচে ৩টি গোল করেছিলেন। তিনি উরুগুয়ের হয়ে সর্বমোট একুশটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ব্রাশি কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়ের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হোসে ব্রাশি ১৮৯২ সালের ২৬শে ডিসেম্বর তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৬৭ সালের ২২শে আগস্ট তারিখে, উরুগুয়েতে ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
উরুগুয়ে ১৯০৮
১৯০৯
১৯১০
১৯১১
১৯১৫
১৯১৬
সর্বমোট ১৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Uruguay - Squad" [উরুগুয়ে - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]