হোচ্ছাম হায়দার চৌধুরীর জমিদার বাড়ি
অবয়ব
হোচ্ছাম হায়দার চৌধুরীর জমিদার বাড়ি | |
---|---|
বিকল্প নাম | নবাব হোচ্ছাম হায়দার চৌধুরী বাড়ি |
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাসস্থান |
শহর | কুমিল্লা জেলা |
দেশ | বাংলাদেশ |
উন্মুক্ত হয়েছে | অজানা |
স্বত্বাধিকারী | হোচ্ছাম হায়দার চৌধুরী |
কারিগরি বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
হোচ্ছাম হায়দার চৌধুরীর জমিদার বাড়ি বাংলাদেশ এর কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামে বেশ পরিচিত।
ইতিহাস
[সম্পাদনা]কবে নাগাদ এই জমিদার বাড়ি বা জমিদার বংশ প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য ইতিহাস থেকে জানা যায়নি। তবে ইতিহাস থেকে জানা যায় জমিদার হোচ্ছাম হায়দার চৌধুরী এই জমিদার বংশ এবং জমিদার বাড়ির গোড়াপত্তনকারী। তিনি ছিলেন অত্যন্ত দানশীল ও শিক্ষানুরাগী জমিদার। তিনি তার কর্মদক্ষতার ফলে ব্রিটিশ সরকারের কাছ থেকে নবাব উপাদি লাভ করেন।
অবকাঠামো
[সম্পাদনা]==বর্তমান অবস্থা==অযত্নে অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্ততে এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |