হুমায়দাহ আল-বারিকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুমায়দাহ আল-বারিকী
মৃত্যুবারিক
আনুগত্যমুহাম্মদ
খোলাফায়ে রাশেদীন
বারিক
সেবা/শাখারাশিদুন সেনাবাহিনী
পদমর্যাদাসেনাপতি

হুমায়দাহ ইবনে আন-নু'মান আল-বারিকী [১] ( আরবি: حميضة بن النعمان البارقي ) মুহাম্মাদ এর সহচর ছিলেন । তিনি রাশিদুন খলিফা উমরের আমলে বারিক গোত্রের নেতা এবং অত্যন্ত সফল সামরিক জেনারেল (সেনাপতি) ছিলেন। [২] হুমাইদাহ আল-কাদিসিয়াহর যুদ্ধে সাসাদির সেনাবাহিনীর বিরুদ্ধে সাদের আদেশে যুদ্ধ করেছিলেন। [৩][৪]

বংশ[সম্পাদনা]

তার পুরো নাম হুমায়দাহ বিন আল-নুমান বিন হুমায়দাহ বিন আল হরিথ বিন আউফ বিন আমর বিন সাদ বিন থাইলভা বিন কিনানাহ আল-বারিক [৫] ইবনে বারিকি ইবনে উদয় ইবনে হারিথা ইবনে আমর ইবনে আম বিন হারিথা বিন আল-কায়েস ইবনে আল-আজদ ইবন আল-গোথ ইবনে নাবিত ইবনে মালিক ইবনে যায়েদ ইবনে খালান ইবনে সাবা ( শিবা ) ইবনে ইবনে ইয়ারাব ইবনে কাহতান ইবনে হুদ ( ইবার )।

নুমান খ) হুমাইদাহ আল-বারিকি ( আরবি: النعمان بن حميضة البارقي ) তার বাবা ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Battle of Al-Qādisiyyah،
  2. "The History of al-Tabari Vol. 10"google.com.sa। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫ 
  3. Constructing Al-Azd: Tribal Identity and Society in the Early Islamic Centuries،
  4. The Battle of al-Qadisiyyah and the Conquest of Syria and Palestine A.D. 635-637/A.H. 14-15،
  5. "The History of al-Tabari Vol. 12"google.com.sa। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫ 

আরও পড়া[সম্পাদনা]