হিজরি চতুর্থ শতাব্দী
অবয়ব
হিজরি চতুর্থ শতাব্দী হলো ইসলামি বর্ষপঞ্জি তথা হিজরি ক্যালেন্ডার অনুসারে সেই শতাব্দী, যা ৩০১ হি. সালের ১ মুহাররম থেকে ৪০০ সালের ২৯ জিলহাজ পর্যন্ত স্থায়ী হয়েছিল, যা ৯১৩ থেকে ১০১০ খ্রিস্টাব্দের মধ্যেকার বছরগুলির সাথে মিলে যায়।
ঘটনাবলী
[সম্পাদনা]- ইবনে সাইয়ার ওয়াররাকের "আত-তাবিখ" বইটির সংকলন।
জন্মগ্রহণকারী শিশু
[সম্পাদনা]- ৩৫৩ হিজরিতে আলোকবিজ্ঞানের জনক হাসান ইবনুল হায়সাম জন্মগ্রহণ করেন। [১]
- ৩০৩ হিজরিতে অন্যতম শ্রেষ্ঠ আরব কবি আল মুতানাব্বি জন্মগ্রহণ করেন। [২]
- ৩৬২ হিজরিতে মুসলিম শাস্ত্রজ্ঞ আবু রায়হান আল-বেরুনির জন্ম।[৩]
- ৩৪৯ হিজরিতে বেরুনির শিক্ষক ইবনে ইরাকের জন্ম। [৪]
- ৩৩২ হিজরিতে আন্দালুসের চিকিৎসক ইবনে জলজালের জন্ম । [৫]
- ৩১০ হিজরিতে মুসলিম লেখক আবু হাইয়ান আল-তাওহিদীর জন্ম। [৬]
- ৩৬৩ হিজরিতে আবুল আলা আল-মা’আরির জন্ম। [৭]
- ৩২৮ হিজরিতে গণিতজ্ঞ আবুল ওয়াফা বুযজানির জন্ম হয়। [৮]
- ৩৩৬ হিজরিতে মুসলিম ঐতিহাসিক আবু নাঈম আল-ইসফাহানী জন্মগ্রহণ করেন। [৯]
- ৩৭০ হিজরিতে ইবনে সিনার জন্ম হয়।[১০]
মৃত্যু
[সম্পাদনা]- ৩১১ হিজরিতে মুসলিম চিকিৎসক আল রাযী মৃত্যুবরণ করেন।
- ৩৪৪ হিজরিতে ঐতিহাসিক আবু মুহাম্মদ হাসান হামদানি মৃত্যুবরণ করেন।
- ৩৬৫ হিজরিতে মরক্কোর কবি আলী বিন মুহাম্মদ আল-আয়াদি মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ السيرة الذاتية لابن الهيثم
- ↑ السيرة الذاتية المتنبي
- ↑ السيرة الذاتية البيروني
- ↑ السيرة الذاتية لمنصور بن عراق
- ↑ السيرة الذاتية لابن جلجل
- ↑ السيرة الذاتية لأبو حيان التوحيدي
- ↑ السيرة الذاتية لأبو العلاء المعري
- ↑ السيرة الذاتية لأبو الوفاء البوزجاني
- ↑ السيرة الذاتية الأصبهاني
- ↑ السيرة الذاتية لابن سينا