হাল্লা বোল! কিডস টিভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাল্লা বোল! কিডস টিভি
উদ্বোধন১৬ জানুয়ারি ২০১৪; ১০ বছর আগে (2014-01-16)
মালিকানাচ্যানেল জিরো
দেশকানাডা
ভাষাহিন্দি
প্রচারের স্থানকানাডা
যুক্তরাষ্ট্র
প্রধান কার্যালয়টরন্টো, অন্টারিও
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সিএইচসিএইচ-ডিটি
সিলভার স্ক্রিন ক্লাসিকস
রিউয়াইন্ড
ওয়েবসাইটhallabol.ca

হাল্লা বোল! কিডস টিভি চ্যানেল জিরো দ্বারা মালিকানাধীন একটি কানাডীয় বিষয়শ্রেণী খ-অব্যাহতি হিন্দি ভাষার বিশেষত্ব চ্যানেল। হাল্লা বোল! কিডস টিভি শিশুদের জন্য অনুষ্ঠানসমূহ প্রচারিত করে, নির্বাচিত পরিবারদের লক্ষ্য করা অনুষ্ঠানসমূহ সহ।

ইতিহাস[সম্পাদনা]

২০১২ সালের ৯ জানুয়ারিতে কানাডীয় রেডিও-টেলিভিশন ও টেলিযোগাযোগ কমিশন দ্বারা এফডিআর মিডিয়া গ্রুপকে "হিন্দি চিল্ড্রেন'স চ্যানেল" নামের একটি বিশেষত্ব চ্যানেল উদ্বোধন করার অনুমতি দেওয়া হয়। এটিকে বর্ণিত করা হয়, "একটি জাতীয়, বিশেষ তৃতীয়-ভাষা জাতিগত বিষয়শ্রেণী ২১ বিশেষত্ব আনুষ্ঠানিক উদ্যোগ যা দক্ষিণ এশীয় সংস্কৃতির ব্যাপারে কথা বলা এবং ৩ থেকে ১০ বছর বয়সী দক্ষিণ এশীয় জাতিসত্তার কানাডীয় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করে।"[১] পরে সেই মাসে চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে হাল্লা বোল! কিডস টিভি নামে পরিবর্তন হয়।[২]

এক অপ্রকাশিত সময়ে চ্যানেল জিরো দ্বারা এফডিআরের সম্প্রচারের লাইসেন্স ক্রয় করা হয়।[৩][৪] ২০১৪ সালের ১৬ জানুয়ারিতে শুধু বেল ফাইবে হাল্লা বোল! কিডস টিভি সম্প্রচার শুরু করে।[৫] ডিশ নেটওয়ার্ক এবং স্লিং টিভির মাধ্যমে ২০১৪ সালের ৪ আগস্টে চ্যানেলটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার শুরু করে।[৬][৭] পরে এটিকে রজার্স কেবল এবং টেলাস অপ্টিক টিভিতে উপলব্ধি করা হয়।

চ্যানেল জিরোর অনুরোধে সিআরটিসি চ্যানেলটির কানাডীয় সম্প্রচারের লাইসেন্স প্রত্যাহার করে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারিতে।[৮] কোম্পানিটি চ্যানেলটিকে পরিচালনা করতে থাকে অব্যাহিত অবস্থায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ARCHIVED - Broadcasting Decision CRTC 2012-6"সিআরটিসি। ৯ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২ 
  2. কুয়ান, ড্যানিয়েল (১৮ জানুয়ারি ২০১২)। "FDR Media looks to target 'underserved' ethnic markets"মিডিয়া ইন কানাডাব্রুনিকো কমিউনিকেশনস। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২ 
  3. "Ownership Chart 246 - FDR Media - Specialty Services" (পিডিএফ)সিআরটিসি। ২ মার্চ ২০১৮। ১৮ জুলাই ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২ 
  4. Paddon, Natalie; Buist, Steve (১৫ মার্চ ২০১৬)। "CHCH bankruptcy: Channel Zero and its web of companies trigger federal investigation"দ্য হ্যামিলটন স্পেক্টেটরমেট্রোল্যান্ড মিডিয়া গ্রুপ। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২ 
  5. "South Asian Kids Can Now Stroll Down Sesame Street" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। চ্যানেল জিরো। ১৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২ 
  6. ডিকসন, জেরেমি (৩১ জুলাই ২০১৪)। "DISH brings Halla Bol! Kids TV to the US"Kidscreenব্রুনিকো কমিউনিকেশনস। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২ 
  7. @SlingInt (২৪ জুলাই ২০১৪)। "Starting Aug. 4, watch HALLA BOL KID'S TV on DishWorld! It's North America's only South Asian kids' channel" (টুইট)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২টুইটার-এর মাধ্যমে। 
  8. "Broadcasting Decision CRTC 2018-71"সিআরটিসি। ২১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]