হারাম বিন মিলহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হারাম বিন মিলহান ইসলামী নবী মুহাম্মদের সাহাবা ছিলেন। বীর মাওনা অভিযানের সময়, মুসলমানরা আবু বারার চাচাত ভাই এবং বানু আমিরের কর্ণধার আমির বিন তুফায়েলের কাছে মুহাম্মদের একটি চিঠিসহ একজন বার্তাবাহককে (হারাম বিন মিলহান) প্রেরণ করেছিলেন। আমির বাণীটি পড়েননি, বরং একজনকে হারাম বিন মিলহানকে বর্শা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।[১]

বীর মাওনা অভিযানের সময় তার চাচাকেও ছুরিকাঘাত করা হয়েছিল।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]