হামি ২
হামি ২ | |
---|---|
পরিচালক | নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় |
প্রযোজক | শিবপ্রসাদ মুখোপাধ্যায় |
রচয়িতা | নন্দিতা রায় |
চিত্রনাট্যকার | নন্দিতা রায় |
সংলাপ | শিবপ্রসাদ মুখোপাধ্যায় |
সুরকার | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | আলোক মাইতি |
সম্পাদক | মলয় লাহা |
প্রযোজনা কোম্পানি | উইন্ডোজ প্রোডাকশন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
হামি ২ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ২০২২ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র।[১] এটি ২০১৮ সালে তাদের পরিচালিত চলচ্চিত্র হামির দ্বিতীয় কিস্তি।[২][৩][৪]
পটভূমি
[সম্পাদনা]হামি ২ এর গল্প একটি সাত থেকে আট বছর বয়সী একটি অপব্যয়ী শিশু ছেলেকে ঘিরে আবর্তিত হয়েছে, যে কঠিন গাণিতিক সমস্যাগুলি সম্পাদন করার ক্ষমতা, কঠিন সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলি বোঝার ক্ষমতা রয়েছে এবং একটি প্রশ্ন জিজ্ঞাসা করার কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারে। খুব মধ্যবিত্ত পরিবারের সন্তান, ছেলের প্রতিভা তার বাবা-মায়ের আয়ের উৎস হয়ে ওঠে। তার বাবা লাল্টু মন্ডলের আপত্তি সত্ত্বেও ছেলেটির মা শিশুটিকে বিভিন্ন টিভি শো এবং প্রোগ্রামে নিয়ে যেতে শুরু করে। এই নতুন খ্যাতি মাকে খুব খুশি করে যেখানে লাল্টু লক্ষ্য করে যে তার ছেলে শৈশবের অনেক মজার অভাব অনুভব করছে যা তার বয়সী বাচ্চারা করে। এটা তাকে বিরক্ত করে। সে তার স্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তার স্ত্রীকে তার দৃষ্টিভঙ্গি বোঝাতে তিনি সমস্যার সম্মুখীন হন। কিন্তু তিনি তার সন্তানকে আর কোনো টিভি শোতে না নিতে অনড় থাকেন যা শিশুদের প্রতিভা অন্বেষণের প্রতিশ্রুতি দেয়। আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা সেই কোমল বয়সের একটি শিশুর সাথে কী করছি যখন আমরা তাকে আমাদের স্বপ্ন পূরণ করতে বাধ্য করি। ছবির ক্লাইম্যাক্স দেখাবে প্রতিভাবান ছেলের যাত্রার চূড়ান্ত লাফ। তিনি জুনিয়র পন্ডিত নামে একটি রিয়েলিটি শোতে তার শেষ টিভি উপস্থিতিতে যাবেন। তিনি কি সবার প্রত্যাশা পূরণ করতে পারবেন?
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- লাল্টু মন্ডল চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়
- মিতালী মন্ডল চরিত্রে গার্গী রায়চৌধুরী
- ভেপু চরিত্রে ঋতোদীপ সেনগুপ্ত (সিদ্ধার্থ মন্ডল)
- চিনু চরিত্রে শ্রেয়ান সাহা (সুগত মন্ডল)
- রুকসানা আলী মির্জা চরিত্রে অরিত্রিকা চৌধুরী
- নিতাই জেঠা চরিত্রে অঞ্জন দত্ত
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- প্রশান্ত চক্রবর্তী চরিত্রে খরাজ মুখার্জি
- রুকানার বাবার চরিত্রে সিদ্ধার্থ মুখার্জি
- রুকসানার মায়ের চরিত্রে পাপড়ি ঘোষ
- হরনাথ চক্রবর্তীর চরিত্রে হরনাথ চক্রবর্তী
- সোমক ঘোষের চরিত্রে সোমক ঘোষ
- মনামী ঘোষ চরিত্রে মনামী ঘোষ
- তনুশ্রী চক্রবর্তী চরিত্রে তনুশ্রী চক্রবর্তী
সঙ্গীত
[সম্পাদনা]নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীত শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "হামি ২ (টাইটেল ট্র্যাক)" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | অরুণা দাস, শায়েরী সরকার, ইশান দাস, শ্যামন্তক মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দেবনাথ, ঐন্দ্রিলা সান্যাল, রোহন দাস | |
২. | "নো চাপ" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | ইশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল, শর্মিষ্ঠা দেবনাথ | |
৩. | "বন্ধুত্বে নো কম্পিটিশন" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | ঐন্দ্রিলা সান্যাল, ইশান দাস | |
৪. | "দাদাভাই" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | অরুণা দাস | |
৫. | "জুনিয়র পণ্ডিত" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | অরুণা দাস, শায়েরী সরকার, শায়েরী সরকার, ইশান দাস,শ্যামন্তক মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দেবনাথ, ঐন্দ্রিলা সান্যাল | |
৬. | "সাইন্স আসছে" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | ইশান দাস, রোহন দাস |
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০২২ সালের ২৩শে ডিসেম্বর প্রজাপতি এবং ‘হত্যাপুরী’র সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৫]
অভ্যর্থনা ও সমালোচনা
[সম্পাদনা]দ্য টেলিগ্রাফ অভিনেতাদের অভিনয়ের প্রশংসা করে ছবিটিকে একটি ইতিবাচক পর্যালোচনা দিয়েছে।[৬] দ্য টাইমস অব ইন্ডিয়া খুঁজে পেয়েছে যে " হামি ২ হামির চেয়ে অনেক বেশি দেখার যোগ্য; এটিতে আরও ভাল চিত্রনাট্য এবং আরও ভাল লাইন রয়েছে, স্ল্যাপস্টিককে লাগাম দেওয়া হয়েছে।"[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ফের বাজিমাত নন্দিতা-শিবপ্রসাদ জুটির, মন ছুঁয়ে যাবে 'হামি টু', পড়ুন রিভিউ"। www.sangbadpratidin.in। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪।
- ↑ Ananda, A. B. P.। "শীতের শহরে 'হামি' বৃষ্টি, তিন খুদের হাত ধরে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে 'লাল্টু-মিতালি'"। ABP Bengali। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪।
- ↑ "Haami 2 Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos | eTimes"। m.timesofindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪।
- ↑ "Haami 2: শুরু 'হামি ২'- শ্যুটিং! লাল্টু চরিত্রে ফের হাজির শিবপ্রসাদ"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৪।
- ↑ "শিবপ্রসাদ-নন্দিতার দ্বিতীয় 'হামি' জমল কি? এবার কোন বার্তা এল ছবির হাত ধরে?"। Hindustantimes Bangla। ২০২২-১২-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮।
- ↑ "Haami 2 gives a reality check on TV reality shows"। www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮।
- ↑ "Haami 2 Movie Review : A light, engaging holiday entertainer"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে হামি ২ (ইংরেজি)
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০২২-এর চলচ্চিত্র
- নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র
- ২০২০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় বন্ধু সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় বন্ধু সম্পর্কিত হাস্যরস চলচ্চিত্র
- ভারতীয় হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ভারতীয় নারীবন্ধু সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় শিশুতোষ চলচ্চিত্র
- পরিবার সম্পর্কে চলচ্চিত্র
- ভারতীয় হাস্যরসাত্মক চলচ্চিত্র
- শিক্ষা বিষয়ক চলচ্চিত্র