হাভেলিয়ান তেহসিল
হাভেলিয়ান তেহসিল تحصیل حویلیاں | |
---|---|
তেহসিল | |
![]() | |
দেশ | ![]() |
প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
জেলা | অ্যাবোটাবাদ |
সদরদপ্তর | হাভেলিয়ান |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• তেহসিল | ৩,৫১,৩২২ |
• পৌর এলাকা | ৪৮,২৯৫ |
• গ্রামীণ | ৩,০৩,০২৭ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
শহরের সংখ্যা | ১ |
ইউনিয়ন পরিষদের সংখ্যা | ১৬ |
হাভেলিয়ান তেহসিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদ জেলার একটি প্রশাসনিক মহকুমা (তেহসিল)।
ইতিহাস[সম্পাদনা]
ব্রিটিশ শাসনামলে, বর্তমান অ্যাবোটাবাদ জেলাটি হাজারা জেলার একটি তেহসিল হিসাবে তৈরি করা হয়েছিল।[২] পাকিস্তানের স্বাধীনতার পর এটি ১৯৮১ সাল পর্যন্ত হাজারার একটি তেহসিল ছিল, যখন পুরানো অ্যাবোটাবাদ তেহসিল একটি জেলা হয়ে ওঠে। পরবর্তীকালে, জেলাটি অ্যাবোটাবাদ এবং হাভেলিয়ান নামে দুটি তেহসিলে বিভক্ত হয়।
উপবিভাগ[সম্পাদনা]
মিউনিসিপ্যাল কমিটি[সম্পাদনা]
- হাভেলিয়ান (সদর দপ্তর)
সেনানিবাস[সম্পাদনা]
- হাভেলিয়ান ক্যান্টনমেন্ট
ইউনিয়ন পরিষদ.দেওয়াল[সম্পাদনা]
- বান্দি আত্তাইখান
- দানা নূরা লান
- দানাহ
- গড়ি ফুলগরান
- ঘামির
- গোরিনী
- হাভেলিয়ান
- ঝাংরান
- কোকল
- ল্যাংড়া
- ল্যাংরিয়াল
- লোরা
- মাজোহান
- নাগরী টোতিয়াল
- নারা
- রাহি
- রাজোয়া
- রিয়ালা
- দেওয়াল
- সাতোরা
- সেয়ার গরবি
- সেয়ার শরকী
- তাজওয়াল
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (পিডিএফ)। Pakistan Bureau of Statistics। ২০১৮-০১-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯।
- ↑ Abbottābād Tahsīl - Imperial Gazetteer of India, v. 5, p. 1