হাটেবাজারে এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | এক্সপ্রেস |
বর্তমান পরিচালক | পূর্ব রেল |
যাত্রাপথ | |
শুরু | শিয়ালদহ |
বিরতি | ২৭ |
শেষ | সহর্ষা জংশন |
ভ্রমণ দূরত্ব | ৫৮৯ কিমি (৩৬৬ মা) & ৫৫৮ কিমি (৩৪৭ মা) |
যাত্রার গড় সময় | ১৭ ঘণ্টা ১০ মিনিট এবং ১৭ ঘণ্টা ২ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ১৩১৬৩/ ১৩১৬৪ এবং ১৩১৬৯/ ১৩১৭০ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এ সি প্রথম শ্রেণি, এসি টু টিয়ার, এসি থ্রি টিয়ার, শয়নযান, সাধারণ কামরা |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | নেই রন্ধন কোচ যুক্ত |
কারিগরি | |
গাড়িসম্ভার | আইসিএফ কোচ |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
পরিচালন গতি | ১৪০ কিমি/ঘ (৮৭ মা/ঘ) সর্বোচ্চ ,৩৫ কিমি/ঘ (২২ মা/ঘ), হল্টসমূহকে ধরে |
হাটেবাজারে এক্সপ্রেস, হল একটি এক্সপ্রেস ট্রেন যা ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের অন্তর্গত। এটি ভারতের শিয়ালদহ এবং সহর্ষা জংশন এর মধ্যে চলাচল করে। ট্রেনের নামটি বাংলা শব্দহাটে বাজারে থেকে এসেছে এবং এটি বলাই চাঁদ মুখোপাধ্যায় (বনফুল) রচিত একটি উপন্যাসের নাম।
হাটেবাজারে এক্সপ্রেসের দুটি সেট রয়েছে। প্রথম সেটটি ট্রেন নম্বর ১৩১৬৩/১৩১৬৪ হিসাবে এবং দ্বিতীয় সেটটি ১৩১৬৯/১৩১৭০ হিসাবে ট্রেনটি চলে। [১]
পরিষেবা
[সম্পাদনা]এই ট্রেনটি দৈনিক। প্রথম সেটটি ৫ দিন ৫৮৯ কিমি ভ্রমণ করে (গড় গতিবেগ ৩৫ কিমি/ঘণ্টা) এবং দ্বিতীয় সেট দ্বি-সাপ্তাহিক (অর্থাৎ ২ দিন চলে) হিসবে ৫৫৮ কিমি দূরত্ব ভ্রমণ করে (গড় গতিবেগ ৩৪ কিমি/ঘণ্টা)। [২]
পথ
[সম্পাদনা]- হাটবাজার এক্সপ্রেসের প্রথম সেটটি ব্যাণ্ডেল জংশন, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা জংশন, কাটিহার জংশন ও মানসী জংশন হয়ে যায়।
- হাটবাজার এক্সপ্রেসের দ্বিতীয় সেটটি ব্যাণ্ডেল জংশন, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা জংশন, কাটিহার জংশন ও পূর্ণিয়া জংশন হয়ে যায়। [৩]
বিদ্যুদায়ন
[সম্পাদনা]উভয় সেটের রুট আংশিকভাবে বিদ্যুদায়িত হওয়ায় একটি ডাব্লুডিএম -৩ এ লোকো ট্রেনটিকে দু'দিকে গন্তব্যের যাওয়ার জন্য ব্যবহার করা হয়। [৪]
ঘটনা
[সম্পাদনা]১২ জুলাই ২০১১ তে ব্যান্ডেল-কাটোয়া রুটে একটি EMU লোকালের সঙ্গে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেসের সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনায় কোন হতাহতের রিপোর্ট নেই। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ punjabkesari.in, Retrieved 19 June 2019
- ↑ jagran.com, Retrieved 19 June 2019
- ↑ live hindustan.com, Retrieved 19 June 2019
- ↑ livehindustan.com, Retrieved 19 June 2019.
- ↑ indiatimes.com, Retrieved 19 June 2019