হাছনদণ্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান আলিম মাদরাসা
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১৯৭৭ |
প্রতিষ্ঠাতা | আমিনুল ইসলাম ছমদী |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
অধ্যক্ষ | মাওলানা আবুল বাশর |
উচ্চ মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ৬৫০ |
ঠিকানা | হাছানদন্ডী , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১০৪১৮৮ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন |
এমপিও সংখ্যা | ২১৭০৫২২০২ |
ওয়েবসাইট | http://hmram.edu.bd/speech.php?page_id=1 |
হাছনদণ্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান আলিম মাদরাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রাধীন এমপিও ভুক্ত আলিম মাদ্রাসা।
মাদ্রাসাটি ১৯৭৭ সালে জনাব খাইরুল বশর মাস্টারের উদ্যোগে এলাকার কিছু দানশীল ব্যক্তির সার্বিক সহযোগীতায় এবং জমি দানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম ছমদী সুনাম ও দক্ষতার সহিত নিবিড়াভাবে দায়িত্ব পালন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল ও আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছেন। মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে।[১] এই মাদ্রাসার ইআইআইএন নাম্বার হলো ১০৪১৮৮ এবং এমপিও নাম্বার হলো ২১৭০৫২২০২।[২] মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়।একইসাথে সরকারী এমপিও ভুক্ত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম চালু আছে।মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা আবুল বাশর।
ফলাফল ও কৃতিত্ব
[সম্পাদনা]মাদরাসার ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিভিন্নমুখী এবং গৌরবোজ্জ্বল। প্রতি বছর অত্র মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুদক্ষ পরিচালনায় অতীতের ভালো ফলাফলের ধারাবাহিকতার ন্যায় বেশ কয়েকবার দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ ইমাদ উদ্দীন, মোহাম্মদ। "দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাছানদন্ডী মোহাম্মদীয়া এম রহমান সিনিয়র মাদরাসা : প্রাপ্তি ও প্রত্যাশা"। deshchitro.com (ইংরেজি ভাষায়)।
- ↑ "হাছানদন্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান সিনিয়র মাদরাসা"। সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।