স্বামী গম্ভীরানন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বামী গম্ভীরানন্দ
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮৯৯
মৃত্যু২৭ ডিসেম্বর ১৯৮৮(1988-12-27) (বয়স ৮৮–৮৯)
ধর্মহিন্দুধর্ম
ক্রমরামকৃষ্ণ মিশন
দর্শনঅদ্বৈত বেদান্ত
ধর্মীয় জীবন
গুরুস্বামী শিবানন্দ

স্বামী গম্ভীরানন্দ (ইংরেজি: Swami Gambhirananda) ( জন্ম: ১৮৯৯ - মৃত্যু: ২৭ ডিসেম্বর ১৯৮৮) রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ। [১]

স্বামী গম্ভীরানন্দের জন্ম বর্তমানের বাংলাদেশের শ্রীহট্টের সাধুহাটিতে। কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তার সমসাময়িক ছিলেন সজনীকান্ত দাসগোপাল হালদার। ১৯২৩ খ্রিস্টাব্দে তিনি শ্রীরামকৃষ্ণ সংঘে যোগ দেন। তার শিক্ষা, ব্রহ্মচর্য ও সন্ন্যাস সবই মহারাজ স্বামী শিবানন্দের কাছে। ১৯২৯-৩১ খ্রিস্টাব্দে তাঁকে বিশেষ দায়িত্ব দিয়ে "উদ্বোধন" এ পাঠানো হয়। ১৯৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রধানত দেওঘর বিদ্যাপীঠে ছিলেন। ১৯৫৩ খ্রিস্টাব্দ হতে ১৯৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ। ইংরাজী মাসিক পত্রিকা 'প্রবুদ্ধ ভারত' এর সম্পাদক হিসাবেও কাজ করেছেন। পরে ১৯৬৬ খ্রিস্টাব্দে তিনি মঠ ও মিশনের সাধারণ সম্পাদক, ১৯৭৯ খ্রিস্টাব্দে সহকারী অধ্যক্ষ ও এপ্রিল ১৯৮৫ খ্রিস্টাব্দে অধ্যক্ষপদে বৃত হন। তার রচিত ও সম্পাদিত গ্রন্থ গুলি হল-

  • 'স্তব কুসুমাঞ্জলি'
  • 'উপনিষদ গ্রন্থাবলী (৩ ভাগ)
  • 'সিদ্ধান্তলেশ সংগ্রহ'
  • 'শ্রীরামকৃষ্ণ ভক্তিমালিকা'
  • 'কঃ পন্থা'
  • 'এইট উপনিষদস্ : উইথ শঙ্করস্ কমেন্টরি'
  • 'আপস্টলস্ অফ শ্রীরামকৃষ্ণ '
  • 'হোলি মাদার শ্রীসারদা দেবী'
  • 'হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন' ইত্যাদি ।

১৯৮৮ খ্রিস্টাব্দে ২৭ শে ডিসেম্বর অধ্যক্ষপদে থাকাকালে প্রয়াত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯, পৃষ্ঠা ১০৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬