বিষয়বস্তুতে চলুন

স্বাধীনতা স্মারক সম্মাননা পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাধীনতা স্মারক সম্মাননা পদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত একটি বাৎসরিক সম্মাননা। স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০১৪ সাল থেকে এ সম্মাননা পদক প্রদান করে আসছে। ২০১৬ সালে পদক প্রদান অনুষ্ঠানে তৎকালীন মেয়র আ জ ম নাসির উদ্দীন বলেন "গুণীদের মূল্যায়ন এবং মহান স্বাধীনতা যুদ্ধের মর্যাদা সমুন্নত রাখতেই এ পদক প্রদান কর্মসূচি।"[]

পদকপ্রাপ্তদের তালিকা

[সম্পাদনা]

থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে তৎকালীন মেয়র মনজুর আলম এ সম্মাননা প্রদান করেন।[]

নাম ক্ষেত্র
বিচারপতি ইমাম হোসাইন (মরণোত্তর)
কামাল উদ্দিন নিযামী (মরণোত্তর),
জনসেবা
মুন্সি মিয়া (মরণোত্তর)
এসএম ফারুক
সমাজসেবা
ড. এনামুল হক শিক্ষা
এডভোকেট সুলতান-উল কবির চৌধুরী (মরণোত্তর) মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন
আকরাম খান
মিনহাজুল আবেদীন নান্নু
ক্রীড়া
সৈয়দ মর্তুজা আলী (মরণোত্তর) সাংবাদিকতা

২৬ মার্চ ২০১৬ তারিখে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্মাননা পদক প্রদান করেন।[][][]

নাম ক্ষেত্র
প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ শিক্ষা
ডা. মোহাম্মদ ছৈয়দুর রহমান চৌধুরী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন গবেষণা
ডা. মো. আয়ুব আলী (মরণোত্তর) চিকিৎসা
আবদুল হাকিম কন্ট্রাক্টর (মরণোত্তর) সমাজসেবা
নাসিরুদ্দিন চৌধুরী সাংবাদিকতা
আল্লামা মোহাম্মদ ইকবালকে (মরণোত্তর) ক্রীড়া

২৬ মার্চ ২০১৭ তারিখে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন[][][][]

নাম ক্ষেত্র
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) সাংস্কৃতিক ব্যক্তিত্ব
মোখতার আহমদ (মরনোত্তর) মুক্তিযুদ্ধ
ভূপতি ভূষণ চৌধুরী (মরণোত্তর) স্বাধীনতা আন্দোলন
ডা. ফজলুল আমীন (মরণোত্তর) চিকিৎসা
ডা. প্রণব কুমার চৌধুরী শিশু চিকিৎসা
সাফিয়া গাজী রহমান সমাজসেবা
বেগম হাসিনা জাকারিয়া শিক্ষা
বেগম রুনু সিদ্দিকি (মরনোত্তর) নারী জাগরণ
আতাউল হাকিম সাংবাদিকতা
মোজাম্মেল হক ক্রীড়া

২৬ মার্চ ২০১৮খ্রি. সোমবার, বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আ জ ম নাছির উদ্দীন সম্মাননা প্রদান করেন।[১০][১১][১২]

নাম ক্ষেত্র
প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী শিক্ষা
সাবের আহমেদ আসগারি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
আহমদ ইকবাল হায়দার সাংস্কৃতিক ব্যক্তিত্ব
প্রফেসর লুৎফুল আনোয়ার কাদেরী চিকিৎসা
সাইফুল আলম মাসুদ সমাজসেবা
অঞ্জন কুমার সেন সাংবাদিকতা
ফাহমিদা আমিন (মরনোত্তর) নারী আন্দোলন
এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী ক্রীড়া

২৬ মার্চ বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গুণী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের হাতে এই স্মারক-সম্মাননা পদক তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন[১৩][১৪]

নাম ক্ষেত্র
মোহাম্মদ মনজুর আলম শিক্ষা
অধ্যাপক এস এম আবু তাহের রিজভী (মরণোত্তর) স্বাধীনতা আন্দোলন
আবদুল কাদের মাস্টার (মরণোত্তর) মুক্তিযুদ্ধ
অশোক সেনগুপ্ত (মরণোত্তর)
রণজিৎ রক্ষিত (মরণোত্তর)
সঙ্গীত, সংস্কৃতি
ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী চিকিৎসা
গোলাম মোস্তাফা কাঞ্চন সমাজসেবা
আবু তাহের মুহাম্মদ সাংবাদিকতা
মির্জা সালমান ইস্পাহানী ক্রীড়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৭ জনকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান করল সিসিসি"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "দৈনিক জনকন্ঠ || চট্টগ্রামের ৯ গুণী পেলেন চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  3. "স্বাধীনতা স্মারক পদক পাচ্ছেন ছয় গুণী"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  4. "চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক ও পুরস্কার প্রদান"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  5. "'বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন এমএ হান্নান'"www.newsbangladesh.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "স্বাধীনতা স্মারক সম্মাননা পেলেন ১০ গুণী ব্যক্তি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  7. "Press Release 28-03-2017 | Chattogram City Corporation"www.ccc.org.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "১০ গুণীকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দেবে চসিক"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  9. "দৈনিক জনকন্ঠ || বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  10. "Press Release 27-03-2018 | Chattogram City Corporation"www.ccc.org.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "আট গুণীজনকে চসিকের সম্মাননা | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  12. ব্যুরো, চট্টগ্রাম; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাধীনতা সম্মাননা পেলেন আটজন"bangla.bdnews24.com। ২০১৮-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  13. "নয় গুণীজন পেল চসিক স্বাধীনতা সম্মাননা পদক"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "চসিকের স্বাধীনতা সম্মাননা পদক পাচ্ছেন যারা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০