স্বাধীনতা স্মারক সম্মাননা পদক
স্বাধীনতা স্মারক সম্মাননা পদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত একটি বাৎসরিক সম্মাননা। স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০১৪ সাল থেকে এ সম্মাননা পদক প্রদান করে আসছে। ২০১৬ সালে পদক প্রদান অনুষ্ঠানে তৎকালীন মেয়র আ জ ম নাসির উদ্দীন বলেন "গুণীদের মূল্যায়ন এবং মহান স্বাধীনতা যুদ্ধের মর্যাদা সমুন্নত রাখতেই এ পদক প্রদান কর্মসূচি।"[১]
পদকপ্রাপ্তদের তালিকা
[সম্পাদনা]২০১৫
[সম্পাদনা]থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে তৎকালীন মেয়র মনজুর আলম এ সম্মাননা প্রদান করেন।[২]
নাম | ক্ষেত্র |
---|---|
বিচারপতি ইমাম হোসাইন (মরণোত্তর) কামাল উদ্দিন নিযামী (মরণোত্তর), |
জনসেবা |
মুন্সি মিয়া (মরণোত্তর) এসএম ফারুক |
সমাজসেবা |
ড. এনামুল হক | শিক্ষা |
এডভোকেট সুলতান-উল কবির চৌধুরী (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন |
আকরাম খান মিনহাজুল আবেদীন নান্নু |
ক্রীড়া |
সৈয়দ মর্তুজা আলী (মরণোত্তর) | সাংবাদিকতা |
২০১৬
[সম্পাদনা]২৬ মার্চ ২০১৬ তারিখে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্মাননা পদক প্রদান করেন।[৩][৪][৫]
নাম | ক্ষেত্র |
---|---|
প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ | শিক্ষা |
ডা. মোহাম্মদ ছৈয়দুর রহমান চৌধুরী | মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা |
প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন | গবেষণা |
ডা. মো. আয়ুব আলী (মরণোত্তর) | চিকিৎসা |
আবদুল হাকিম কন্ট্রাক্টর (মরণোত্তর) | সমাজসেবা |
নাসিরুদ্দিন চৌধুরী | সাংবাদিকতা |
আল্লামা মোহাম্মদ ইকবালকে (মরণোত্তর) | ক্রীড়া |
২০১৭
[সম্পাদনা]২৬ মার্চ ২০১৭ তারিখে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।[৬][৭][৮][৯]
নাম | ক্ষেত্র |
---|---|
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) | সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
মোখতার আহমদ (মরনোত্তর) | মুক্তিযুদ্ধ |
ভূপতি ভূষণ চৌধুরী (মরণোত্তর) | স্বাধীনতা আন্দোলন |
ডা. ফজলুল আমীন (মরণোত্তর) | চিকিৎসা |
ডা. প্রণব কুমার চৌধুরী | শিশু চিকিৎসা |
সাফিয়া গাজী রহমান | সমাজসেবা |
বেগম হাসিনা জাকারিয়া | শিক্ষা |
বেগম রুনু সিদ্দিকি (মরনোত্তর) | নারী জাগরণ |
আতাউল হাকিম | সাংবাদিকতা |
মোজাম্মেল হক | ক্রীড়া |
২০১৮
[সম্পাদনা]২৬ মার্চ ২০১৮খ্রি. সোমবার, বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আ জ ম নাছির উদ্দীন সম্মাননা প্রদান করেন।[১০][১১][১২]
নাম | ক্ষেত্র |
---|---|
প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী | শিক্ষা |
সাবের আহমেদ আসগারি | মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা |
আহমদ ইকবাল হায়দার | সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
প্রফেসর লুৎফুল আনোয়ার কাদেরী | চিকিৎসা |
সাইফুল আলম মাসুদ | সমাজসেবা |
অঞ্জন কুমার সেন | সাংবাদিকতা |
ফাহমিদা আমিন (মরনোত্তর) | নারী আন্দোলন |
এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী | ক্রীড়া |
২০১৯
[সম্পাদনা]২৬ মার্চ বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গুণী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের হাতে এই স্মারক-সম্মাননা পদক তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।[১৩][১৪]
নাম | ক্ষেত্র |
---|---|
মোহাম্মদ মনজুর আলম | শিক্ষা |
অধ্যাপক এস এম আবু তাহের রিজভী (মরণোত্তর) | স্বাধীনতা আন্দোলন |
আবদুল কাদের মাস্টার (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
অশোক সেনগুপ্ত (মরণোত্তর) রণজিৎ রক্ষিত (মরণোত্তর) |
সঙ্গীত, সংস্কৃতি |
ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী | চিকিৎসা |
গোলাম মোস্তাফা কাঞ্চন | সমাজসেবা |
আবু তাহের মুহাম্মদ | সাংবাদিকতা |
মির্জা সালমান ইস্পাহানী | ক্রীড়া |
২০২০
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৭ জনকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান করল সিসিসি"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দৈনিক জনকন্ঠ || চট্টগ্রামের ৯ গুণী পেলেন চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা"। দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ "স্বাধীনতা স্মারক পদক পাচ্ছেন ছয় গুণী"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ "চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক ও পুরস্কার প্রদান"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ "'বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন এমএ হান্নান'"। www.newsbangladesh.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "স্বাধীনতা স্মারক সম্মাননা পেলেন ১০ গুণী ব্যক্তি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ "Press Release 28-03-2017 | Chattogram City Corporation"। www.ccc.org.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১০ গুণীকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দেবে চসিক"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ "দৈনিক জনকন্ঠ || বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ"। দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ "Press Release 27-03-2018 | Chattogram City Corporation"। www.ccc.org.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আট গুণীজনকে চসিকের সম্মাননা | banglatribune.com"। Bangla Tribune। ২০১৯-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ ব্যুরো, চট্টগ্রাম; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাধীনতা সম্মাননা পেলেন আটজন"। bangla.bdnews24.com। ২০১৮-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- ↑ "নয় গুণীজন পেল চসিক স্বাধীনতা সম্মাননা পদক"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চসিকের স্বাধীনতা সম্মাননা পদক পাচ্ছেন যারা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।