স্তাইক্স (ওকেয়ানিদ)
গ্রিক পুরাণে, স্তাইক্স ছিল ওকেয়ানুস ও টেথিসের তিন হাজার কন্যার একজন। তিনি স্টিক্স নদীর দেবী। তিতান ক্রিউসের পুত্র পাল্লাস তার স্বামী এবং তাদের সন্তানেরা হলেন নিকে, জেলুস, ক্রাতুস ও বিয়া।[১] ধ্রুপদী পুরাণ অনুসারে স্তাইক্স তিতানদের মধ্যে সংঘর্ষকালে জিউসকে সাহায্য করেছিলেন। এই সংঘর্ষে তিনিই প্রথম তার সাহাযার্থে এগিয়ে গিয়েছিলেন। এই কারণে শ্বরদের শপথ গ্রহণে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
![]() |
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |