সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত২০০০; ২৪ বছর আগে (2000)
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
ধরনসরকারি
সদরদপ্তর২২, খিলজি সড়ক, ঢাকা–১২০৭
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবাসামাজিক উন্নয়ন সংক্রান্ত
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারপার্সন
জনাব মো: আবদুস সামাদ
প্রধান প্রতিষ্ঠান
অর্থ মন্ত্রণালয় (বাংলাদেশ)
অনুমোদনআর্থিক প্রতিষ্ঠান বিভাগ
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। মূলত সমাজের দরিদ্র, কম সুবিধাভোগী এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পরিবেশ, কৃষি এবং মানবাধিকার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৪ সালে কোম্পানী অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশে কোম্পানি নিবন্ধনের সূচনা ঘটে। এই অ্যাক্টের অধীনেই ২০০০ সালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়েই এর মূল লক্ষ্য ছিলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্হ প্রতিষ্ঠান হিসেবে একে অন্তর্ভুক্ত করা হয়।[২][১]

গঠন[সম্পাদনা]

ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ১৮ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৩]

  • মহাপরিচালক: ১ জন
  • পরিচালক: ২ জন
  • উপ পরিচালক: ৬ জন
  • সহকারী পরিচালক: ৫ জন
  • প্রোগ্রামার: ১ জন
  • সহকারী প্রোগ্রামার: ১ জন
  • সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার: ১ জন
  • মেডিকেল অফিসার: ১ জন

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিক্রমা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন"sdfbd.org। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "কোম্পানি অ্যাক্ট, ১৯৯৪"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "পরিচালনা পর্ষদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন"sdfbd.org। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২