সোলাপুর বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর সোলাপুর বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যবিদ্যায় সম্পন্নতা
ধরনসরকারি
স্থাপিত২০০৪ (২০ বছর আগে) (2004)
আচার্যমহারাষ্ট্রের রাজ্যপাল
উপাচার্যডাঃ মৃণালিনী মিলিন্দ ফড়নবিস
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিইউজিসি
ওয়েবসাইটhttp://su.digitaluniversity.ac/
মানচিত্র

পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর সোলাপুর বিশ্ববিদ্যালয় হল একটি সরকারি রাজ্য বিশ্ববিদ্যালয়,[১] যা ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুরে অবস্থিত। পূর্বে এটি শিবাজী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কেন্দ্র ছিল।[২] বিশ্ববিদ্যালয়টি ২০০৪ সালের ১লা আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল, এবং মহারাষ্ট্রের রাজ্যপাল ২০০৪ সালের ৩রা আগস্ট উদ্বোধন করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭১,০০০ জনের অধিক নথিভুক্ত শিক্ষার্থী সহ ১০৪ টি কলেজ রয়েছে।[৩]

শিক্ষাপ্রাঙ্গণ[সম্পাদনা]

পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর সোলাপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রাঙ্গণটি প্রায় ৩৫.৫ একর জমিতে অবস্থিত। এছাড়াও, মহারাষ্ট্র রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ একর জমি বরাদ্দ করেছে।[৪]

বিভাগ[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ে মোট ৬ টি বিভাগ রয়েছে। বিভাগগুলি দাপ্তরিক ভাবে স্কুল নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলি হল:

  • স্কুল অব কেমিকাল সাইন্সেস
  • স্কুল অব কম্পিউটেশনাল সায়েন্সেস
  • স্কুল অব আর্থ সায়েন্স
  • স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস
  • স্কুল অব সোশ্যাল সাইন্স
  • স্কুল অব এডুকেশন
  • স্কুল অব কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of State Universities as on 29.06.2017" (পিডিএফ)বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ২৯ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  2. "About University"। Solapur University। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  3. "Jurisdiction"। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  4. "The Punyashlok Ahilyadevi Holkar Solapur University campus is around 35.5 acers and allotted 500 acres of land by State Govt. of Maharashtra."। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩