বিষয়বস্তুতে চলুন

সৈয়দ কামাল বখত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৈয়দ কামাল বখত সাকী (১৯৩০–১৫ ডিসেম্বর ২০০০) বাংলাদেশের সাতক্ষীরা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি তৎকালীন খুলনা-১৩ এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

সৈয়দ কামাল বখত
খুলনা-১৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ২৩ মে ১৯৯৯
পূর্বসূরীহাবিবুল ইসলাম হাবিব
উত্তরসূরীহাবিবুল ইসলাম হাবিব
ব্যক্তিগত বিবরণ
জন্মসৈয়দ কামাল বখত সাকী
৩ জানুয়ারি ১৯৩০
তালা, সাতক্ষীরা
মৃত্যু১৫ ডিসেম্বর ২০০০
সাতক্ষীরা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
ডাকনামসাকী

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সৈয়দ কামাল বখত ১৯৩০ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।[] তার পিতার নাম সৈয়দ জালালউদ্দিন হাশেমী যিনি অবিভক্ত বাংলার আইন পরিষদের ডেপুটি স্পিকার এবং পরবর্তীতে স্পিকার পদে অধিষ্ঠিত হয়েছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

বখত ১৯৭০ সালের তৎকালীন পাকিস্তানের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তৎকালীন খুলনা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

এর পর ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] সর্বশেষ ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাতক্ষীরা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][][][]

তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-১ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন।

[]তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার ছেলে সৈয়দ ফিরোজ কামাল শুভ্র সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

মৃত্যু

[সম্পাদনা]

সৈয়দ কামাল বখত্ সাকী ২০০০ সালের ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "LDP's Didar poses 'threat' to BNP in Satkhira-1"archive.thedailystar.net। The Daily Star। ২৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯ 
  2. "তালা উপজেলার প্রখ্যাত ব্যক্তিদের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  3. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "সৈয়দ কামাল বখত সাকি, আসন নং: ১০৫, সাতক্ষীরা-১, দল: আওয়ামী লীগ (নৌকা)"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০ 
  7. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"Vote Monitor Networks। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮