সৈয়দ কামাল বখত
সৈয়দ কামাল বখত সাকী (১৯৩০–১৫ ডিসেম্বর ২০০০) বাংলাদেশের সাতক্ষীরা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি তৎকালীন খুলনা-১৩ এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
সৈয়দ কামাল বখত | |
---|---|
খুলনা-১৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ২৩ মে ১৯৯৯ | |
পূর্বসূরী | হাবিবুল ইসলাম হাবিব |
উত্তরসূরী | হাবিবুল ইসলাম হাবিব |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সৈয়দ কামাল বখত সাকী ৩ জানুয়ারি ১৯৩০ তালা, সাতক্ষীরা |
মৃত্যু | ১৫ ডিসেম্বর ২০০০ সাতক্ষীরা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
ডাকনাম | সাকী |
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]সৈয়দ কামাল বখত ১৯৩০ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।[২] তার পিতার নাম সৈয়দ জালালউদ্দিন হাশেমী যিনি অবিভক্ত বাংলার আইন পরিষদের ডেপুটি স্পিকার এবং পরবর্তীতে স্পিকার পদে অধিষ্ঠিত হয়েছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]বখত ১৯৭০ সালের তৎকালীন পাকিস্তানের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তৎকালীন খুলনা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩]
এর পর ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪] সর্বশেষ ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাতক্ষীরা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫][৬][৭][২]
তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-১ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন।
[৬]তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার ছেলে সৈয়দ ফিরোজ কামাল শুভ্র সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
মৃত্যু
[সম্পাদনা]সৈয়দ কামাল বখত্ সাকী ২০০০ সালের ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "LDP's Didar poses 'threat' to BNP in Satkhira-1"। archive.thedailystar.net। The Daily Star। ২৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "তালা উপজেলার প্রখ্যাত ব্যক্তিদের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
- ↑ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "সৈয়দ কামাল বখত সাকি, আসন নং: ১০৫, সাতক্ষীরা-১, দল: আওয়ামী লীগ (নৌকা)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।