সে যে বসে আছে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"সে যে বসে আছে"
চাইনা ভাবিস অ্যালবাম থেকে
শায়ান চৌধুরী অর্ণব কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত২০০৫ (2005)
ধারাএ্যাকোস্টিক মিউজিক
দৈর্ঘ্য০৩:৪৬
লেবেলএকতার মিউজিক
গান লেখকশাহানা বাজপেয়ী
সুরকারশায়ান চৌধুরী অর্ণব

সে যে বসে আছে শাহানা বাজপেয়ী রচিত এবং শায়ান চৌধুরী অর্ণবের গাওয়া একটি জনপ্রিয় বাংলা গান। ২০০৪ সালে অফবিট নামের একটি বাংলা টেলিভিশন নাটকের শিরোনাম সংগীত হিসেবে এটি সর্বপ্রথম প্রকাশিত হয়। এই গানের সুর এবং সঙ্গীতায়জন করেছেন অর্ণব। পরবর্তীতে চাইনা ভাবিস-এ, অর্ণবের প্রথম একক এ্যালবামে গানটি অন্তর্ভুক্ত হয়।[১]

প্রচারিত হওয়ার পর থেকেই শ্রুতিমধুর কথা ও ভিন্ন ধাঁচের গায়কীর জন্য গানটি সবধরনের শ্রেণীর শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। শহুরে শিক্ষিত মানুষদের কাছে অর্ণব হয়ে ওঠেন ভালো লাগার এক শিল্পী।[২] এমনকি এখন পর্যন্ত বিভিন্ন কর্নসাট এবং এফএম রেড়িওতে এই গানের জন্য শ্রোতাদের অনুরোধ থাকে সবসময়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অর্ণব বললেন, "ডুব' দিতে পারি খুব শিগগিরই""বিডিনিউজ২৪.কম। Archived from the original on ২০১২-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৬ 
  2. "Shayan Chowdhury Arnob" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ২০১৩-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৫