সেলেনিয়াম ডাইব্রোমাইড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলেনিয়াম ডাইব্রোমাইড
নামসমূহ
ইউপ্যাক নাম
ব্রোমো সেলেনোহাইপোব্রোমাইট
পদ্ধতিগত ইউপ্যাক নাম
সেলেনিয়াম ডাইব্রোমাইড
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
ইসি-নম্বর
ইউএনআইআই
  • InChI=1S/Br2Se/c1-3-2
বৈশিষ্ট্য
Br2Se
আণবিক ভর ২৩৮.৭৮ g·mol−১
সম্পর্কিত যৌগ
সেলেনিয়াম ডাইক্লোরাইড, SeCl2
সালফার ডাইব্রোমাইড, SBr2
সম্পর্কিত যৌগ
সেলেনিয়াম টেট্রাব্রোমাইড, SeBr4
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
তথ্যছক তথ্যসূত্র

সেলেনিয়াম ডাইব্রোমাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত SeBr2 । এই যৌগটি একটি সেলেনিয়াম এবং দুটি ব্রোমিন পরমাণু দিয়ে তৈরি।

ধর্ম[সম্পাদনা]

এটি একটি অস্থায়ী যৌগ। যৌগটির কোন কঠিন রূপ আবিষ্কৃত হয়নি। তবে এটি সেলেনিয়াম টেট্রাব্রোমাইডের উপরে বাষ্পের ভারসাম্যের একটি উপাদান হিসাবে পাওয়া যায়। এছাড়া অজলীয় দ্রবণেও সেলেনিয়াম ডাইব্রোমাইডের অস্তিত্ব দেখা যায়। অ্যাসিটোনিট্রিল দ্রবণে সেলেনিয়ামের সাথে সেলেনিয়াম টেট্রাব্রোমাইড বিক্রিয়া করে একটি ভারসাম্য মিশ্রণ তৈরি হয় তাতে সেলেনিয়াম ডাইব্রোমাইড (SeBr2), ডাইসেলেনিয়াম ডাইব্রোমাইড (Se2Br2) এবং ব্রোমিন থাকে। [১]

গঠন[সম্পাদনা]

সেলেনিয়াম ডাইব্রোমাইড এই সমযোজী যৌগ। এই যৌগটির গ্যাস পর্যায়ে একটি বাঁকানো আণবিক জ্যামিতিক গঠন রয়েছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Steudel, Ralf; Jensen, Detlef (১৯৯০)। "77Se-NMR and raman spectroscopic characterization of selenium dibromide (SeBr2) and its reaction with titanocene pentasulphide to give cyclic selenium sulphides of ring size 6, 7, 8, and 12": 1199–1208। ডিওআই:10.1016/S0277-5387(00)86896-5 
  2. Shlykov, Sergey A.; Titov, Anton V. (২০০৮)। "The molecular structure of selenium dibromide as determined by combined gas-phase electron diffraction–mass spectrometric experiments and quantum chemical calculations": 6438–6445। ডিওআই:10.1039/B808071B