বিষয়বস্তুতে চলুন

সেমিহ কিলিচসোয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেমিহ কিলিচসোয়
২০২৩ সালে বেশিকতাশের হয়ে কিলিচসোয়
ব্যক্তিগত তথ্য
জন্ম (2005-08-15) ১৫ আগস্ট ২০০৫ (বয়স ১৯)
জন্ম স্থান গাজিওসমানপাশা, তুরস্ক
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেশিকতাশ
জার্সি নম্বর ৯০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫৯, ২৮ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সেমিহ কিলিচসোয় (তুর্কি: Semih Kılıçsoy; জন্ম: ১৫ আগস্ট ২০০৫) হলেন একজন তুর্কি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব বেশিকতাশ এবং তুরস্ক জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, কিলিচসোয় তুরস্ক অনূর্ধ্ব-১৪ দলের হয়ে তুরস্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে তুরস্কের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; তুরস্কের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সেমিহ কিলিচসোয় ২০০৫ সালের ১৫ই আগস্ট তারিখে তুরস্কের গাজিওসমানপাশায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কিলিচসোয় তুরস্ক অনূর্ধ্ব-১৭, তুরস্ক অনূর্ধ্ব-১৯ এবং তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২৬শে মে তারিখে তিনি তুরস্ক অনূর্ধ্ব-১৪ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২৪ সালের ৪ঠা জুন তারিখে, ১৮ বছর, ৯ মাস ও ২০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কিলিচসোয় ইতালির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তুরস্কের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৮২তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় বারিশ আলপের ইলমাজের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ইতালি ০–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] তুরস্কের হয়ে অভিষেকের বছরে কিলিচসোয় সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৮ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
তুরস্ক ২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Italy vs. Türkiye - 4 June 2024 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৮ 
  2. "Italy - Turkey 0:0 (Friendlies 2024, June)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৮ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Italy vs. Turkey"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]