সেনবাগ সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেনবাগ সরকারি কলেজ
প্রতিষ্ঠাতা(গণ)ডা.টি .আই,এম নুরুজ্জামান চৌধুরী (প্রাক্তন এম,এল,এ)

আবদুস ছােবান (সাবেক এম.পি) আবদুর রহমান (সাবেক এম.পি) কর্ণেল ছাদেক ( অবঃ ব্রিঃ) মালেকুজ্জামান মােলভী দীন ইসলাম ওবায়দুল হোসেন (তাজু)

আনােয়ার উল্যাহ (সার্কেল অফিসার)
প্রতিষ্ঠিত১২/১২/১৯৭৬ খ্রি
ঠিকানাসেনবাগ, নোয়াখালী
ওয়েবসাইটhttp://www.senbagcollege.gov.bd/

সেনবাগ সরকারি কলেজ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় অবস্থিত স্নাতক পর্যায়ের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সেনবাগ পৌরসভায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।


প্রতিষ্ঠা[সম্পাদনা]

স্বাধীনতা পরবর্তী সময়ে সেনবাগ থানা সদরে বেশ কয়েকজন প্রতিভাময় রাজনীতিবিদ,বিদ্যানুরাগী এবং প্রগতিশীল সমাজকর্মীদের চিন্তা চেতনায় সেনবাগে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার বিষয়টি গুরুত্ব পায়। ১৯৭৭ সালে ডা. টি. আই.এম নুরুজ্জামান চৌধুরী (প্রাক্তন এম,এল.এ), জনাব আবদুস সোবহান (সাবেক এম.পি), জনাব আবদুর রহমান (সাবেক এম.পি), জনাব কর্ণেল ছাদেক (বর্তমানঅ:বিগ্রেডিয়ার), জনাব মলেকুজ্জামান, জনাব মোলভী দীন ইসলাম, জনাব রায়দুল হোসেন (তাজু) প্রমুখের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তৎকালীন সার্কেল অফিসার জনাব আনোয়ার উল্যাহর পৃষ্ঠপোষকতায় সেনবাগ কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ সালের ০১ জুলাই থেকে সেনবাগ কলেজ সেনবাগের গণ-মানুষের উচ্চ শিক্ষার পথিকৃৎ হিসেবে যাত্রা শুরু করে। জনাব টি.আই.এম নুরুজ্জামান চৌধুরী সভাপতি ও জনাব দীন ইসলাম মৌলভী সম্পাদক হিসেবে কলেজের প্রথম পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান জনাব মো.কামরুজ্জামান। ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে কুমিল্লা বোর্ডের অধিভুক্তি লাভ করে। এরপর ১৯৮৮ সালের ২৯ মার্চ কলেজটি সরকারিকরণ হয়।[১]

ভবন[সম্পাদনা]

০৪ টি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন , একটি ০৬ তলা ভবনের নির্মাণাধীন আছে । সুপরিসর ০১ টি লাইব্রেরী , ০১ টি প্রশাসনিক ভবন , ০১ টি শিক্ষক মিলনায়তন , একটি সভাকক্ষ , ০১ আইসিটি ল্যাব , ০১ টি মসজিদ , ০১ টি শহীদ মিনার , ০১ টি বড় খেলার মাঠ প্রভৃতি।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০ 

http://www.senbagcollege.gov.bd/index.php