সুরেশ চন্দ্র পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুরেশ চন্দ্র পাল (মৃত্যু ১৯৬৫) ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন ভারতীয় রাজনীতিবিদ।[১] পাল ১৯৩১ থেকে ১৯৪৯ সালের মধ্যে নৈহাটিতে পৌর কমিশনার ছিলেন।[২] ১৯৪৯ সালে তিনি পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।[২] তিনি ১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নৈহাটি আসনের আসনে জয়ী হন, যেখানে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন।[১] ১৯৬০ সালে পাল পশ্চিমবঙ্গ বিধান পরিষদে নির্বাচিত হন এবং ২৪-পরগনা স্থানীয় কর্তৃপক্ষ নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন।[২] পাল ১৯৬৫ সালে ৬৫ বছর বয়সে মারা যান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952-1991। The Committee। পৃষ্ঠা 427। আইএসবিএন 9788176260282 
  2. Calcutta Municipal Gazette। Office of the Registrar of Newspapers. Press in India। ১৯৬৫। পৃষ্ঠা 152।