সুরগানা রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুরগানা রাজ্য
सुरगाणा
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে–১৯৪৮

Surgana State in Nasik Agency during British India
রাজধানীসুরগানা
বিশেষণকোলী ক্ষত্রিয়
আয়তন 
• ১৯০১
৯৩২.৪ বর্গকিলোমিটার (৩৬০.০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১১,৫৩২
• ১৯২১
১৪,৯১২
আইনসভা 
• উচ্চকক্ষ
পাওয়ার
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে
১৯৪৮
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশমহারাষ্ট্র, ভারত

সুরগানা রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] নাশিক প্রেসিডেন্সির একমাত্র রাজ্য ছিলো একটি, যা পরে ১৯৩৩ খ্রিস্টাব্দে বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সি ও আরো পরে ১৯৪৪ খ্রিস্টাব্দে বরোদা, পশ্চিম ভারত ও গুজরাত রাজ্য এজেন্সির অংশীভূত করা হয়৷[২] রাজ্যটির রাজধানী ছিলো সুরগানা শহরে যা বর্তমানে মহারাষ্ট্র রাজ্যের নাশিক জেলায় অবস্থিত৷

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর সুরগানা রাজ্যের শাসক ভারতীয় অধিরাজ্যে যোগদানের ইচ্ছা প্রকাশ করে একীভূতকরণের দলিল স্বাক্ষর করলে ১৯৪৮ খ্রিস্টাব্দের মার্চ মাসের রাজ্যটিকে ভারতের বম্বে রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷[৩]

ইতিহাস[সম্পাদনা]

সুরগুনা রাজনীতি ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে প্রতিষ্ঠাতা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এটি ১৮১৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়।[৪] ব্রিটিশ সরকার মারাঠাদের সঙ্গে ইঙ্গ-মারাঠা যুদ্ধের সময় ভিকাজী রাওয়ের থেকে সাহায্য প্রাপ্ত হন। উপহারস্বরূপ ভিকাজী রাওকে ব্রিটিশরা এই সুরগানা রাজ্য দান করেন। মল্লার রাওয়ের মা এবং তার দাদা পিলাজী ভিকাজী রাওকে হত্যা করেন। পিলাজী রাওকে ব্রিটিশরা আটক করেন ও সিংহাসন পদ শূণ্য হয়ে যায়। ১৮৪৬ খ্রিস্টাব্দে মৃত মল্লার রাওয়ের উত্তরসূরীরা রাজ্য শাসন এবং রাজস্ব আদায়ের অধিকার পান, ১৮৭৭ খ্রিস্টাব্দে লিখিতভাবে এটিকে সম্মতি জানানো হয়। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের গঠিত নরেন্দ্রমন্ডলের একজন সদস্য ছিলেন এই রাজ্যের রাজা। তিনি ১৯২১ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ওই প্রতিষ্ঠানে নিজের রাজ্যের হয় একজন প্রতিনিধি প্রেরণে সক্ষম ছিলেন।

১৯৫২-১৯৬৮ এবং ১৯৭২-১৯৭৮ খ্রিস্টাব্দের সময়কালে নামমাত্র রাজা ধৈর্যশীল রাও রাজ্যসভার সাংসদ পদে আসীন ছিলেন।

দেশীয় রাজ্যটি দক্ষিণ দিকে ছিল ব্রিটিশ ভারতের নাশিক জেলা এবং পশ্চিম দিকে ছিল বাঁশদা এবং ধরমপুর রাজ্যদুটি

শাসকবর্গ[সম্পাদনা]

সুরগানা দেশীয় রাজ্যের শাসকগণ দেশমুখ উপাধি পেয়েছিলেন, তারা ছিলেন কোলী ক্ষত্রিয়।[৫][৬][৭][৮][৯]

দেশমুখ[সম্পাদনা]

  • ১৮০০ – ১৮১৮ .....
  • ১৮১৮ – ১৮১৯ মল্লার রাও
  • ১৮১৯ – ১৯২০ ভিকাজী রাও
  • ১৮২০ – ১৮৫৪ প্রথম যশবন্ত রাও ভিকাজী রাও
  • ১৮৫৪ – ১৮৬৭ মুবার রাও
  • ১৮৬৭ – ২ জুন ১৮৯৮ শঙ্কর রাও রবি রাও
  • ১৮৯৮ – ২২ জুন ১৯৩০ প্রতাপ রাও শঙ্কর রাও
  • ১৯৩০ – ১৯৩৬ দ্বিতীয় যশোবন্ত রাও প্রতাপ রাও
  • এপ্রিল ১৯৩৬ – ১৫ আগস্ট ১৯৪৭ ধৈর্যশীল রাও যশবন্ত রাও[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Bombay Presidency"। ব্রিটিশ বিশ্বকোষ4 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 186। 
  2. Sadasivan, S. N. (২০০৫)। Political and administrative integration of princely states By S. N. Sadasivan। পৃষ্ঠা 26, 27। আইএসবিএন 9788170999683 
  3. Wiki Source, White Paper on Indian States (1950)/Part 4/Instrument of Accession 
  4. Princely States of India
  5. Gazetteer of the Bombay Presidency: Khándesh। Government Central Press। ১৮৮০। পৃষ্ঠা 612 
  6. Lethbridge, Sir Roper (২০০৫)। The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary of the Ruling Princes, Chiefs, Nobles, and Other Personages, Titled Or Decorated of the Indian Empire। Aakar Books। আইএসবিএন 978-81-87879-54-1 
  7. "Maharashtra Gazetteer"। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. Karr, G. B. SETON (১৮৫৫)। ROUGH NOTES। BOMBAY EDUCATION SOCIETY’S PRESS, BOMBAY। পৃষ্ঠা 168। 
  9. Selections from the Records of the Bombay Government। Government at the Bombay Education Society's Press। ১৮৫৬।