সুরকৃষ্ণ চাকমা
সুরকৃষ্ণ চাকমা | |
---|---|
জন্ম নাম | সুরকৃষ্ণ চাকমা |
জন্ম | ১৯৯৪ জুরাছড়ি, রাঙ্গামাটি, বাংলাদেশ |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | জুমো রক |
অভিষেক | ১৭ এপ্রিল, ২০১৮[১] |
সুরকৃষ্ণ চাকমা (জন্ম: ১৯৯৪) একজন বাংলাদেশি পেশাদার কুস্তিগীর।[২][৩]
জীবনী[সম্পাদনা]
সুরকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। তিনি বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার। তিনি ২০১৩ ও ২০১৪ সালের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। এছাড়া ২০১৩ সালের বর্ষসেরা জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। প্রতিনিধিত্ব করেছেন ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে। রিও অলিম্পিক থেকে স্কলারশিপ পেয়েছেন।[৪][৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Sura Krishna Chakma Net Worth, Biography, Age, Education, Height, Salary, Wife"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২।
- ↑ "বক্সিংয়ে চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ-আল আমিন"। দৈনিক সমকাল। আবুল কালাম আজাদ। ২১ মে ২২। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "Meet Bangladesh's best boxer: Sura Krishna Chakma"। দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। ২১ মে ২০২২। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- ↑ "চাকমা হয়েও পড়ছেন ইসলামের ইতিহাস, এসএ গেমসে পদক জয়"। মুসলিম ভয়েস। ১৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- ↑ "সুর কৃষ্ণের পেশাদার দিনগুলো ও দীর্ঘশ্বাস"। কালের কণ্ঠ। শাহেদ মুহাম্মদ আলী। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। ১৯ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।