সুরকৃষ্ণ চাকমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুরকৃষ্ণ চাকমা
জন্ম নামসুরকৃষ্ণ চাকমা
জন্ম১৯৯৪
জুরাছড়ি, রাঙ্গামাটি, বাংলাদেশ
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামজুমো রক
অভিষেক১৭ এপ্রিল, ২০১৮[১]

সুরকৃষ্ণ চাকমা (জন্ম: ১৯৯৪) একজন বাংলাদেশি পেশাদার কুস্তিগির[২][৩]

জীবনী[সম্পাদনা]

সুরকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। তিনি বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার। তিনি ২০১৩ ও ২০১৪ সালের জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। এছাড়া ২০১৩ সালের বর্ষসেরা জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন। প্রতিনিধিত্ব করেছেন ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে। রিও অলিম্পিক থেকে স্কলারশিপ পেয়েছেন।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sura Krishna Chakma Net Worth, Biography, Age, Education, Height, Salary, Wife"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২ 
  2. "বক্সিংয়ে চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ-আল আমিন"দৈনিক সমকাল। আবুল কালাম আজাদ। ২১ মে ২২। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "Meet Bangladesh's best boxer: Sura Krishna Chakma"দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। ২১ মে ২০২২। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২ 
  4. "চাকমা হয়েও পড়ছেন ইসলামের ইতিহাস, এসএ গেমসে পদক জয়"মুসলিম ভয়েস। ১৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২ 
  5. "সুর কৃষ্ণের পেশাদার দিনগুলো ও দীর্ঘশ্বাস"কালের কণ্ঠ। শাহেদ মুহাম্মদ আলী। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। ১৯ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২