সুবিমল দেওয়ান
সুবিমল দেওয়ান | |
---|---|
![]() | |
উপজাতীয় বিষয়ক উপদেষ্টা | |
কাজের মেয়াদ ১৯ সেপ্টেম্বর ১৯৮০ – ২০ নভেম্বর ১৯৮১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯১৬ রাঙামাটি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ৩ জুলাই ২০০৯ রাঙামাটি |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | চার ছেলে, চার মেয়ে |
সুবিমল দেওয়ান (১৯১৬–৩ জুলাই ২০০৯) বাংলাদেশী সমাজসেবী, উন্নয়ন কর্মী ও রাজনীতিবিদ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভায় তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সুবিমল দেওয়ান ১৯১৬ সালে রাঙ্গামাটির জুরাছড়ির চকপটি ঘাটে জন্মগ্রহণ করেন। তার ছেলে দীপেন দেওয়ান সাবেক যুগ্ম জজ, আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি।[১]
কর্মজীবন
[সম্পাদনা]সুবিমল দেওয়ান ১৯৮০ সাল থেকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন।[১][৩][৪][৫] তিনি ১৯৭৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এফপিএবি রাঙামাটি জেলার সভাপতি এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিক, রাঙ্গামাটি শাখার সভাপতিও ছিলেন।
সম্মাননা
[সম্পাদনা]সুবিমল দেওয়ান সমাজে অসামান্য অবদানের জন্য জাতীয় সমাজকল্যাণ পুরস্কার, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাওয়ার্ডসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে পুরস্কার লাভ করেন।[২]
মৃত্যু
[সম্পাদনা]সুবিমল দেওয়ান ৩ জুলাই ২০০৯ সালে রাঙ্গামাটিতে মৃত্যুবরণ করেন।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "জিয়াউর রহমানের সাবেক উপদেষ্টা সুবিমল দেওয়ান মারা গেছেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ জুলাই ২০০৯। ১৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ ক খ গ "Subimal Dewan passes away"। দ্য ডেইলি স্টার। ৩ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ ক খ খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১।
- ↑ Bangladesh Quarterly (ইংরেজি ভাষায়)। Department of Films & Publications, Government of Bangladesh.। ১৯৯৭।
- ↑ জিবলু রহমান। ভাসানী-মুজিব-জিয়া। বাংলাদেশ: শ্রীহট্ট প্রকাশ। পৃষ্ঠা ৪৩৬। আইএসবিএন 9789849302728।