সুবিমল দেওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুবিমল দেওয়ান
উপজাতীয় বিষয়ক উপদেষ্টা
কাজের মেয়াদ
১৯ সেপ্টেম্বর ১৯৮০ – ২০ নভেম্বর ১৯৮১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯১৬
রাঙামাটি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৩ জুলাই ২০০৯
রাঙামাটি
জাতীয়তাব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তানচার ছেলে, চার মেয়ে

সুবিমল দেওয়ান (১৯১৬–৩ জুলাই ২০০৯) বাংলাদেশী সমাজসেবী, উন্নয়ন কর্মী ও রাজনীতিবিদ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভায় তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন।[১][২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সুবিমল দেওয়ান ১৯১৬ সালে রাঙ্গামাটির জুরাছড়ির চকপটি ঘাটে জন্মগ্রহণ করেন। তার ছেলে দীপেন দেওয়ান সাবেক যুগ্ম জজ, আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি।[১]

কর্মজীবন[সম্পাদনা]

সুবিমল দেওয়ান ১৯৮০ সাল থেকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন।[৩][১][৪][৫] তিনি ১৯৭৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এফপিএবি রাঙামাটি জেলার সভাপতি এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিক, রাঙ্গামাটি শাখার সভাপতিও ছিলেন।

সম্মাননা[সম্পাদনা]

সুবিমল দেওয়ান সমাজে অসামান্য অবদানের জন্য জাতীয় সমাজকল্যাণ পুরস্কার, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাওয়ার্ডসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে পুরস্কার লাভ করেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

সুবিমল দেওয়ান ৩ জুলাই ২০০৯ সালে রাঙ্গামাটিতে মৃত্যুবরণ করেন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জিয়াউর রহমানের সাবেক উপদেষ্টা সুবিমল দেওয়ান মারা গেছেন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ জুলাই ২০০৯। ১৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  2. "Subimal Dewan passes away"দ্য ডেইলি স্টার। ৩ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  3. খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১ 
  4. Bangladesh Quarterly (ইংরেজি ভাষায়)। Department of Films & Publications, Government of Bangladesh.। ১৯৯৭। 
  5. জিবলু রহমান। ভাসানী-মুজিব-জিয়া। বাংলাদেশ: শ্রীহট্ট প্রকাশ। পৃষ্ঠা ৪৩৬। আইএসবিএন 9789849302728