বিষয়বস্তুতে চলুন

সুগন্ধী পখিলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুগন্ধি পখিলা
সুগন্ধি পখিলার প্রথম পাতা
লেখকহীরেন ভট্টাচার্য
প্রচ্ছদ শিল্পীননী বরপূজারী
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনকবিতা
প্রকাশকবনলতা প্রকাশন
প্রকাশনার তারিখ
২০ মার্চ, ১৯৮১
মিডিয়া ধরনমুদ্রণ

সুগন্ধি পখিলা অসমর প্রসিদ্ধ কবি হীরেন ভট্টাচার্যর স্ব-নির্বাচিত একগুচ্ছ কবিতার সংকলন। বনলতা প্রকাশনের ব্যানারে কবিতা বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮১ সালের ২০ মার্চে। ২০০৭ সালের বইটির ত্রয়োদশ প্রকাশ পর্যন্ত কবি ১৯৫৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে লেখা মোট ১৩৮ টা কবিতা এতে সন্নিবিষ্ট হয়েছে। 'রৌদ্রকামনা', 'মোর দেশ', 'আহিনর লেণ্ডস্কেপ', 'কতনা ব'হাগ', 'ভোগালি' ইত্যাদি কবিতা সংকলনটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রচ্ছদসজ্জা শিল্পী ননী বরপূজারীর[]

পুরস্কার

[সম্পাদনা]

সুগন্ধি পখিলার মাধ্যমে ভট্টাচার্য ১৯৮৫ সালে অসম সাহিত্য সভার 'বিষ্ণু রাভা পুরস্কার' এবং ভারতীয় বিদ্যা ভবনের 'রাজাজী সাহিত্য পুরস্কার' লাভ করেন। ১৯৮৭ সালে 'সোভিয়েট দেশ নেহরু পুরস্কার'-এ সম্মানিত হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কাব্যগ্রন্থ: সুগন্ধি পখিলা, কবি: হীরেন ভট্টাচার্য