বিষয়বস্তুতে চলুন

সিরাজুল ইসলাম (কবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিরাজুল ইসলাম
কবি সিরাজুল ইসলামের একটি ছবি
কবি সিরাজুল ইসলামের একটি ছবি
জন্ম২ সেপ্টেম্বর ১৯৩০
রসুলপুর গকুলচর, কেরানীগঞ্জ, ঢাকা, ব্রিটিশ ভারত
মৃত্যু৯ জুন ২০০২(2002-06-09) (বয়স ৭১)
পেশামরমি কবি

সিরাজুল ইসলাম (২ সেপ্টেম্বর ১৯৩০ — ৯ জুন ২০০২) ছিলেন বাংলার একজন মুসলিম মরমী কবি। তিনি বিটিভি ও পূর্ব পাকিস্তান রেডিওর গীতিকার হিসেবে কাজ করেছিলেন। "আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু", "নবী মোর পরশমণি" ইত্যাদিসহ আরো অনেক ইসলামি মরমি কবিতা বা গানের রচয়িতা।[][]

জীবনী

[সম্পাদনা]

সিরাজুল ইসলাম ১৯৩০ সালের ২রা সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জের অন্তর্গত রসুলপুর এর গকুলচর গ্রামে জন্মগ্রহণ করেন।[][] ১৯৪৮ সালে তিনি সঙ্গীতের তালিম নেন। ১৯৫৪ সালে তাকে পূর্ব-পাকিস্তানের রেডিওর গীতিকার হিসেবে তালিকাভুক্ত করা হয়। ১৯৬৪ সালে টেলিভিশনে তাকে গীতিকার হিসেবে যুক্ত করা হয়।[] তিনি এতদ্ব্যতীত কয়েকটি বেসরকারী কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। তার নিজের কোনো জমা সম্পদ ছিল না। তার ব্যক্তিগত সম্পদ তিনি তার গ্রামের বইবাগান নামের পাঠাগারে দান করেছিলেন। তিনি ২০০২ সালের ৯ই জুন মৃত্যুবরণ করেন।[]

তার ২৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।[] তার বিখ্যাত মরমি কবিতাগুলো নিম্নরূপ:

  • আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
  • নবী মোর পরশমণি
  • মন ভোমরা মজলিনা তুই
  • এখনও সময় আছে আল্লাহ নবীর নাম লও
  • হলুদিয়া পাখি সোনারই বরণ
  • কোকিল ডাকিসনারে আর
  • কে যাও তুমি ভাটির দেশে ও বিদেশি নাইয়া
  • এই যে দুনিয়া কিসেরও লাগিয়া ইত্যাদি।

তার গানে আব্দুল আলীম, ফেরদৌসী, মাহমুদুন্নবী, ফরিদা ইয়াসমিনসহ আরো অনেক বিখ্যাত সুরকাররা তার গানে সুর দিয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dhakatimes24.com। "'আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু গানে' আমির পারভেজ"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 
  2. Sangbad, Protidiner। "নবী মোর পরশমণি"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 
  3. "সিরাজুল ইসলাম"onushilon.org। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৪ 
  4. "প্রখ্যাত ব্যক্তিত্ব"zinziraup.dhaka.gov.bd। ২০২৩-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 
  5. "মুসলিম মরমি কবি সিরাজুল ইসলাম"www.kalerkantho.com। ২০২৩-০৯-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫