সিন্ধু (দ্ব্যর্থতা নিরসন)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
সিন্ধু শব্দটি দিয়ে বোঝাতে পারে:
- সিন্ধু প্রদেশ -- পাকিস্তানের একটি প্রদেশ।
- সিন্ধু প্রদেশ (১৯৩৬–৫৫) -- ব্রিটিশ ভারতের একটি প্রদেশ এবং ১৯৪৭ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত স্থায়ী পাকিস্তানের একটি প্রাক্তন প্রদেশ।
- সিন্ধু নদ -- পাকিস্তানের মধ্যদিয়ে প্রবাহিত হওয়া ভারত উপমহাদেশের অতি গুরুত্বপূর্ণ নদনদীগুলোর একটি।
- সিন্ধু বদ্বীপ -- পাকিস্তানের সিন্ধু নদ ও আরবসাগরের মোহনায় অবস্থিত একটি ব-দ্বীপ।
- সিন্ধু সভ্যতা -- ভারত উপমহাদেশের সর্বপ্রাচীন সভ্যতা।
![]() |
এটি একটি দ্ব্যর্থতা নিরসনকারী পাতা। এই পাতার শিরোনামের সাথে মিল আছে, এরকম একাধিক নিবন্ধের তালিকা এখানে দেয়া হয়েছে। আপনি যদি একটি অভ্যন্তরীণ সংযোগে (লিংকে) ক্লিক করে এখানে এসে থাকেন, তাহলে আপনি চাইলে সেই সংযোগটি পরিবর্তন করে উদ্দিষ্ট নিবন্ধে সরাসরি নির্দেশ করতে পারেন। |