সিডনি অপেরা হাউস
সিডনি অপেরা হাউজ | |
---|---|
![]() আলোকোজ্জ্বল সিডনি অপেরা হাউজ (২০১২) | |
![]() | |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | পূর্ণাঙ্গ |
ধরন | Arts complex |
স্থাপত্যশৈলী | Expressionist |
অবস্থান | Bennelong Point, Sydney, New South Wales |
দেশ | Australia |
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা | ৪ মি (১৩ ফু) |
বর্তমান দায়িত্ব | |
নির্মাণ শুরু | ২ মার্চ, ১৯৫৯ |
সম্পূর্ণ | ১৯৭৩ |
উন্মুক্ত হয়েছে | ২০ অক্টোবর, ১৯৭৩ |
নির্মাণব্যয় | অ $১০২ million, equivalent to ~A$922 million in 2011[১] |
গ্রাহক | NSW Government |
স্বত্বাধিকারী | NSW Government |
উচ্চতা | ৬৫ মি (২১৩ ফু) |
মাত্রা | |
অন্যান্য মাত্রা | length ১৮৩ মি (৬০০ ফু) width ১২০ মি (৩৯৪ ফু) area ১.৮ হেক্টর (৪.৪ একর) |
কারিগরি বিবরণ | |
কাঠামো ব্যবস্থা | Concrete frame & precast concrete ribbed roof |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | জান আডজেন |
অবকাঠামোবিদ | অভি অরূপ এন্ড পার্টনারস |
প্রধান ঠিকাদার | Civil & Civic (level 1), M.R. Hornibrook (level 2 and 3 and interior) |
অন্যান্য তথ্য | |
আসনসংখ্যা |
|
ধরন | Cultural |
মানদণ্ড | i |
মনোনীত | 2007 (31st session) |
সূত্র নং | 166rev |
State Party | Australia |
Region | Asia-Pacific |
তথ্যসূত্র | |
Coordinates[২] |
সিডনি অপেরা হাউজ (ইংরেজি: Sydney Opera House) স্থায়ী অবকাঠামোবিশেষ। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে এর অবস্থান। এটি নৌকার পাল আকৃতির ন্যায় দেখতে। অনেক ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। বিশ্বের কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে এই সিডনি অপেরা হাউজ। অপেরা হাউজটি মহাসাগরের এক প্রান্তে তৈরী করা হয়েছে যা দেখতে অনেকটা উপত্যকার মতো।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটিকে ২০০৭ সালে অন্তর্ভুক্ত করে।[৩]
ইতিহাস
[সম্পাদনা]বর্তমান অপেরা হাউজটি বেনেলং পয়েন্টে তৈরী করা হয়েছে যা একসময় ম্যাককুইরি বন্দর হিসেবে পরিচিত ছিল। ১৮১৭ সালে বন্দরটি প্রতিষ্ঠিত হয় ও ১৯০১ সালে বিলুপ্ত করা হয়। ১০ আগস্ট, ১৯০২ সালে ম্যাককুইরি বন্দরে ট্রাম রক্ষণাগার তৈরী করে ১৯৫৮ সালে ভেঙ্গে ফেলা হয়। এই একই জায়গায় ১৯৫৯ সালে সিডনি অপেরা হাউজের নির্মাণ কাজ শুরু হয়।
জান আডজেন নামীয় ড্যানিশ স্থাপত্যবিদ সিডনি অপেরা হাউজের নকশা প্রণয়ন করেন। ১৯৫৭ সালে তিনি অপ্রত্যাশিত ও বিতর্কিতভাবে নকশা প্রতিযোগিতায় বিজয়ী হন। পুরস্কারের মূল্যমান ছিল £৫,০০০।[৪] ১৯৫৭ সালে প্রকল্পের তত্ত্বাবধান ও সহায়তার জন্য সিডনিতে আসেন।[৫] ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে তিনি সিডনিতে তার অফিস স্থানান্তরিত করেন। ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে আডজেন প্রকল্পের কাজ ফেলে রেখে চলে যান।[৬] এর প্রধান কারণ ছিল সরকারের অর্থ প্রদানে অস্বীকৃতি। ২০০১ সালে আডজেন অস্ট্রেলিয়ায় আমন্ত্রিত হয়ে অবকাঠামোটির নকশাকে পরিবর্তন করে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনেন।
১৯৫৭ সালে অপেরা হাউজের প্রকৃত নির্মাণ ব্যয় ছিল £৩,৫০০,০০০ ($৭ মিলিয়ন)। সরকার থেকে ২৬ জানুয়ারি, ১৯৬৩ তারিখের অস্ট্রেলিয়া দিবসে নির্মাণ কাজ শেষের ঘোষণা দেয়া হয়।[৭] কিন্তু প্রকল্পটি দশ বছর বিলম্বিত হওয়ায় অতিরিক্ত অর্থ মাশুল গুণতে হয় এবং তা শেষ করতে চৌদ্দগুণেরও অতিরিক্ত অর্থ সরকার পক্ষ থেকে সরবরাহ করতে হয়।
উদ্বোধন
[সম্পাদনা]অস্ট্রেলিয়ার রাণী দ্বিতীয় এলিজাবেথ ২০ অক্টোবর, ১৯৭৩ সালে আধুনিক স্থাপত্যকলার অন্যতম পদচিহ্ন সিডনি অপেরা হাউজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিপুলসংখ্যক আগ্রহী জনতা এতে উপস্থিত ছিলেন। কিন্তু সিডনি অপেরা হাউজের নকশাকার জান আডজেনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি কোথাও তার নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনের পর্দায় দেখানো হয়। আতশবাজি ফোটানো হয় এবং বিথোভেনের ৯নং সিম্ফনী পরিবেশন করা হয়।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ RBA: Inflation Calculator
- ↑ Topographic maps 1:100000 9130 Sydney and 1:25000 91303N Parramatta River
- ↑ UNESCO, "Sydney Opera House"; retrieved 2012-4-23.
- ↑ "Eric Ellis interview with Utzon in the Sydney Morning Herald Good Weekend, 31 October 1992, Ericellis.com[dead link] Retrieved 2 December 2008"। ৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১২।
- ↑ ""Millennium Masterwork: Jorn Utzon's Sydney Opera House". Hugh Pearman. Gabion. Retrieved 28 June 2007."। ২৬ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১২।
- ↑ "Jørn Utzon: Danish architect who designed the Sydney Opera House", The Times, 1 December 2008.
- ↑ Jones, Peter: Ove Arup: Masterbuilder of the Twentieth Century. Yale University Press, 2006
- ↑ Wendy Lewis, Simon Balderstone and John Bowan (2006). Events That Shaped Australia. New Holland. pp. 239–243. আইএসবিএন ৯৭৮-১-৭৪১১০-৪৯২-৯.